নিউটনের গতির সূত্র / Newton's laws of motion
নিউটনের গতির সূত্র :
তিনটি মূলনীতি, যা চিরায়ত বা নিউটনীয় বলবিজ্ঞানের ভিত্তি হিসাবে গণ্য হয়ে থাকে।
প্রথম সূত্র : বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে কোনো বস্তুর স্থির অবস্থার অথবা সরলরেখা পথে সমহার গতিতে চলমান অবস্থার কোনো পরিবর্তন হয় না।
দ্বিতীয় সূত্র : কোনো বস্তুর ত্বরণ (গতিবেগের পরিবর্তনের হার) বস্তুটির ওপর ক্রিয়াশীল প্রযুক্ত বাহ্যিক বলের সমানুপাতিক এবং বস্তুটির ভরের বিষমানুপাতিক।
তৃতীয় সূত্র : যে-কোনো ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ, দুটি বস্তুর মধ্যে মিথস্ক্রিয়ার ক্ষেত্রে প্রথম বস্তুটি কর্তৃক দ্বিতীয় বস্তুটির ওপর প্রযুক্ত বল দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর ওপর প্রযুক্ত বলের সমান ও বিপরীত।
এই সূত্রগুলি নিউটন প্রথমে তার Principia Mathematica (১৬৮৭) নামক বিখ্যাত গ্রন্থে প্রকাশ করেন। আলোর গতির সঙ্গে তুলনীয় নয় এবং পারমাণবিক এবং অব-পারমাণবিক কণার সঙ্গে সম্পর্কিত নয় এমন গতি বিষয়ক সকল বলবৈজ্ঞানিক সমস্যার ক্ষেত্রে নিউটনীয় সূত্রসমূহ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions