Home » » নাইট্রিক এসিড

নাইট্রিক এসিড

নাইট্রিক এসিড / Nitric Acid

নাইট্রিক এসিড

নাইট্রিক অ্যাসিড (Nitric acid) একটি শক্তিশালী অজৈব অ্যাসিড। অ্যাসিডটির সঙ্কেত HNO3। বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড বর্ণহীন তরল পদার্থ। ২৫° সেলসিয়াস তাপমাত্রায় অ্যাসিডটির আপেক্ষিক গুরুত্ব ১.৫২। নাইট্রিক অ্যাসিড –৪৭° সেলসিয়াস  তাপমাত্রায় জমে। এটি একটি উদ্বায়ী অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডে অধিকাংশ ধাতু দ্রবীভূত হয়। অ্যামোনিয়াম নাইট্রেট ও ফসফেট সার, নাইট্রো বিস্ফোরক, প্লাস্টিক, রং এবং ল্যাকোয়ার উৎপাদনে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। এটি রাজাক্সের একটি উপাদান।

বাণিজ্যিক ভিত্তিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনের প্রধান পদ্ধতিটি হলো অসওয়াল্ড পদ্ধতি (Ostwold process)। এই পদ্ধতিতে অ্যামোনিয়াকে (NH3) অনুঘটকের উপস্থিতিতে বাতাস দ্বারা জারিত করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2 তৈরি করা হয়। এই ডাইঅক্সাইডকে পানিতে দ্রবীভূত করা হলে ৬০% নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় শতকরা ৯০ থেকে ১০০ ভাগ।

নাইট্রিক-এসিড

নাইট্রিক অ্যাসিড উৎপাদনের জন্য সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম নাইট্রেটের (নাইট্রিক অ্যাসিড উৎপাদনের জন্য তুলনামূলকভাবে পুরাতন পদ্ধতি) বিক্রিয়া করা হয়। এছাড়া ৬০% অ্যাসিডের নিরুদন বা লঘু নাইট্রিক অ্যাসিডের দ্রবণে নাইট্রোজেন ডাইঅক্সাইডের জারণ পদ্ধতিতেও ৯০ থেকে ১০০% নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *