North pole উত্তরমেরু
উত্তর মেরু
পৃথিবীর অক্ষের শেষ বিন্দু যা উত্তরে তারা বা ধুবতারাকে নির্দেশ করে। ভৌগোলিকভাবে (উত্তরের) যে বিন্দুতে দ্রাঘিমগুলো মিলিত হয়েছে তাই উত্তরমেরু। পৃথিবীর আরো একটি উত্তরমেরু আছে। সেটি অবশ্য উত্তর চুম্বকীয় মেরু যার অবস্থান কানাডার দ্বীপপুঞ্জখচিত সমুদ্রেগোত্রে। ভৌগোলিক উত্তরমেরু সুমেরু সাগর বা উত্তর সাগরের কেন্দ্রে অবস্থিত।
উত্তরমেরুতে যেসব প্রপঞ্চ ঘটে সেগুলোর সঙ্গে দক্ষিণমেরু ছাড়া অন্য কোনো অঞ্চলে সংঘটিত প্রপঞ্চের মিল নেই। ৬ মাস সেখানে সু দিগন্তরেখার নিচে থাকে এবং পরবর্তী ৬ মাসে একবারও দিগন্ত রেখার নিচে নামে না। যেহেতু ২১ মার্চের আগের এব? ২৩ সেপ্টেম্বরের পরের প্রায় সাত সপ্তাহ গোধূলির আলো দীর্ঘক্ষণ বিরাজ করে, সেহেতু উত্তর মেরুতে অন্ধকার সময়ের চেয়ে আলোকিত সময়ের পরিমাণ বেশি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions