জাতিসংঘ সাধারণ পরিষদ
জাতিসংঘের সাধারণ পরিষদ কি/ গঠন ও কার্যাবলি
সাধারন পরিষদ জাতিসংঘের আইনসভার মতো। বিশ্বশান্তিও সহযোগিতা রক্ষায় এর ভূমিকা গুরুত্বপূর্ণ। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য। সাধারণত বছরে একবার এ পরিষদের অধিবেশন বসে। তবে নিরাপত্তা পরিষদের অনুরোধে বিশেষ অধিবেশন বসতে পারে। প্রত্যেক অধিবেশনের শুরুতে সদস্যদের ভোটে পরিষদের একজন সভাপতি নির্বাচিত হন। সাধারণ পরিষদের প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটিমাত্র ভোট দানের অধিকার রাখেন। সাধারণ পরিষদ আন্তর্জাতিকশান্তিও নিরাপত্তাসহ মানবাধিকার সংক্রান্তবিষয় আলোচনা করে থাকেন। এছাড়া জাতিসংঘের মহাসচিব নিয়োগ, নতুন সদস্য গ্রহণ, বাজেট পাস, সদস্য রাষ্ট্রের চাঁদার পরিমাণ নির্ধারণ, বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ এ পরিষদ সম্পাদন করে থাকে। এ ছাড়াও বিতর্ক ও বিশ্বমনোভাব প্রসার কার্য, শান্তিও নিরাপত্তা সংক্রান্তকার্য, আন্তর্জাতিক আইন সংক্রান্তকার্য, নির্বাচনমূলক কার্য ও তত্ত্বাবধান কার্য ইত্যাদি সম্পাদন করে থাকেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions