বাংলাদেশের উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কার্যাবলী
উপজেলা প্রশাসন
সামরিক সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে অর্থাৎ জনগণের দুয়ারে প্রশাসনকে পৌঁছিয়ে দেওয়ার জন্য পর্যায়ক্রমে থানা পরিষদ অর্ডিন্যান্স ১৯৮২ অনুসারে এই থানাগুলোকে অধিক ক্ষমতা ও সম্পদসহ উপজেলায় উন্নীত করেছেন। ১৯৮৫ সালের আগস্ট পর্যন্ত এই উপজেলার মোট সংখ্যা ৪৬০টি উপজেলা প্রশাসনের প্রধান ছিলেন চেয়ারম্যান। তিনি উপজেলাস্থ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। উপজেলা প্রশাসনের উন্নয়নমূলক কর্মকান্ডের সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ছিল উপজেলা পরিষদ। এ পরিষদ দু'ধরনের সদস্য নিয়ে গঠিত। যেমন—নির্বাচিত বা জনগণের পক্ষ থেকে প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এবং সরকার কর্তৃক চারজন মহিলা তারা সবাই ছিলেন বেসরকারি সদস্য। পরিষদের কোনো সিদ্ধান্তগ্রহণ বিষয়ে তাদের ভোট দেওয়ার অধিকার ছিল। সরকারি কর্মকর্তা সদস্যদের কোনো ভোটারধিকার নেই এবং তাঁর বিভিন্ন বিভাগ কর্পোরেশন যেমন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, সমবায়, গবাদি ও পশুপালন, মৎস্য, সমাজকল্যাণ, রাজস্ব ও পুলিশ প্রভৃতির প্রতিনিধিত্ব করে থাকেন।
উপজেলা পরিষদের কার্যাবলি
স্থানীয় সরকার (থানা পরিষদ ও থান ও প্রশাসন পুর্ণগঠন: দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী উপজেলা পরিষদকে নিম্নোক্ত কার্যাবলি দেওয়া হয়েছিল। যেমন—
# উপজেলা পর্যায়ে সকল উন্নয়নমূলক কার্য।
# ইউনিয়ন পরিষদ উন্নয়ন পরিকল্পনার ভিত্তিতে উপজেলা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও পরিকল্পনার বাস্তবায়ন, তাদারকিকরণ ও তা মূল্যায়ন
# ইউনিয়ন পরিষদকে সাহায্য প্রদান
# সরকারি কর্মসূচি বাস্তাবায়ন।
# নিয়ন্ত্রণমূলক ও বিচার সংক্রান্ত অফিসারদের কাজ ব্যতীত উপজেলা সকল অফিসারদের কাজ কর্মের তত্তাবধান, নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন
# জেলা পরিষদ কর্তৃক গৃহীত উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা প্রদান এবং
# সরকার কর্তৃক অর্পিত নির্দিষ্ট দায়িত্ববলি সম্পাদন
এই কার্য তালিকা অত্যন্ত সংক্ষিপ্ত । বিস্তারিত দায়িত্ব উপজেলা প্রশাসন নির্দেশনামালা ২য় খণ্ডে উল্লেখ করা হয়েছে। উপজেলা পরিষদের সভা মাসে অন্তত একটি হতে হবে। প্রয়োজনবোধে চেয়ারম্যান কিংবা এক তৃতীয়াংশ পরিষদ সদস্য রিকুইজেশন সভা আহ্বান করতে পারেন। এ সভায় আলোচনার বিষয়াদিকে চারভাগে ভাগ করা হত যেমন- অর্থসংক্রান্ত, উন্নয়নমূলক, সমন্বয়মূলক ও বিবিধ।
ক) অর্থ সংক্রান্তকার্য
# পরিষদ অর্থ তহবিল সম্পর্কিত সকল বিষয়
# পরিষদ অর্থ তহবিল থেকে ব্যয় অনুমোদন সংক্রান্ত প্রস্তাবসমূহ
# কর, টোল, ফি ও হার নির্ধারণ এবং সংগ্রহ সম্পর্কিত প্রস্তাবসমূহ
# পরিষদের বার্ষিক বাজেট প্রণয়ন
# পরিষদের বার্ষিক হিসাব বিবরণ
# পরিষদের সংশোধিত বাজেট প্রণয়ন
# চলতি বছরের বাজেটে সন্নিবেশিত হয়নি এরূপ ব্যয়সংক্রান্ত বিষয়াদি এবং
# পরিষদ কর্তৃক ব্যয়িত নিরীক্ষা প্রতিবেদন
খ) উন্নয়নমূলক
# সংরক্ষিত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল উন্নয়নমূলক প্রস্তাব ও প্রকল্প
# বিভিন্ন সময়ে সরকার কর্তৃক পরিষদের নিকট ন্যস্ত সকল উন্নয়ন প্রকল্প
# সংশোধন ও সময়োপযোগী পরিবর্ধনসহ উপজেলা পরিকল্পনা পুস্তিকা সংক্রান্ত সকল বিষয়
# পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত বিষয়
# পরিষদের পাঁচসালা পরিকল্পনা সংক্রান্ত বিষয়
# পরিষদ কর্তৃক বাস্তবায়িত হবে এরূপ পরিকল্পনা অনুমোদন ও কাজের হিসাব এবং
# পরিষদের অন্তর্ভুক্ত সকল প্রকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে সাময়িক পর্যালোচনা
গ) সমন্বয়মূলক
# হস্তান্তরিত বিষয় সম্পর্কিত সকল সংস্থার কাজের সাময়িক পর্যালোচনা এবং সংস্থা কর্তৃক পরিচালিত কর্মকাণ্ড বা প্রকল্প সম্বন্ধে বিবরণ ও প্রতিবেদন।
# উপজেলাস্থ নিয়ন্ত্রণমূলক সংস্থা কর্তৃক সম্পাদিত কাজের সমরূপ বিবরণ ও প্রতিবেদন সম্পর্কে অবহিত হওয়া।
ঘ) বিবিধ
# সরকার কর্তৃক ডেপুটেশন ভিত্তিতে উপজেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন অবস্থানরত কর্মকর্তা ও কর্মচারীর চাকরি সংক্রান্ত বিষয়।
# কমিটি ও উপকমিটি গঠন
# পরিষদ কর্তৃক বিভিন্ন চুক্তি বাস্তবায়ন নিয়ন্ত্রণ পদ্ধতিসমূহ
# পরিষদ সচিবালয়ের সামগ্রিক কার্যের পরিচালনা
# উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা
# উপজেলার ত্রাণ ও পুনর্বাসন সম্পর্কিত কাজের পর্যালোচনা
# পরিষদ কর্তৃক সকল সিদ্ধান বাস্তবায়নের পর্যালোচনা এবং
# জনগণের স্বার্থ সম্পর্কিত যে কোনো বিষয়
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions