Home » » ভূমিকম্পের সময় করণীয়

ভূমিকম্পের সময় করণীয়

ভূমিকম্পের সময় করণীয় কাজসমূহ

ভূমিকম্পের সময় করণীয়

# শক্ত ও মজবুদ টেবিল অথবা দরজার নীচে আশ্রয় নিতে হবে। কাঁচের জানালা থেকে নিজেকে এবং নিজের মুখমণ্ডল দূরে রাখতে হবে। 

# শিক্ষার্থীদের বলতে হবে যদি ‘ঝাঁকুনি হয় সঙ্গে সঙ্গে হাঁটুর উপর ভর দিয়ে হাত দুইটিকে ঘাড়ের পেছনে নিয়ে মাথা নিচু করতে হবে অথবা বই দিয়ে মাথাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। 

# শান্ত থাকতে হবে, ভীত-সন্ত্রস্ত না হওয়া। 

# মনে মনে ১ থেকে ৬০ পর্যন্ত গণনা করতে কারণ ৬০ সেকেন্ড এর চেয়ে বেশি সময় ধরে ঘটেছে এমন ভূমিকম্পের সংখ্যা খুবই কম। 


ভূমিকম্প থেমে যাওয়ার সাথে সাথে করণীয়

# সতর্ক হতে হবে 

# সুশৃঙ্খলভাবে ঘর থেকে বের হতে হবে।

# বাহিরে বের হওয়ার পথে যাওয়ার সময় ধ্বংসাবিশেষ পড়ে আছে কিনা সে দিকে খেয়াল রাখতে হবে 

# দৌড়ানো এবং ধাক্কাধাক্কি করা যাবে না 

# ভবন থেকে বেরিয়ে আসার পর আবার ভবনে যাওয়া যাবে না 

# কথা বলতে, পেছনে ফিরা এবং সঙ্গে কোনো বস্তু নেওয়া যাবে না। নির্ধারিত নিরাপদ স্থানে শান্তভাবে দ্রুত যেতে হবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *