জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলে আইনগতভাবে কি করতে হয়?
জমির মালিকানা নিয়ে বিরোধ-
যদি কোন ব্যক্তির সাথে আপনার জমির মালিকানা নিয়ে বিরোধ থাকে তাহলে প্রশাসন কর্তৃক অনুমোদিত নির্ধারিত ফর্ম পূরণ করে ডিসপিউট (DISPUTE) দিতে হবে। এই ডিসপিউট দেওয়ার পর একজন কানুনগো উভয় পক্ষের শুনানীর মাধ্যমে এবং দলীল দস্তাবেজ পর্যালোচনা করে তার রায় দিবেন । এই রায় যার অনুকুলে যাবে আমিন তার নাম জরিপের সময় রেকর্ডভুক্ত করবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions