আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত
বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য বিভিন্ন দেশের মধ্যে বিবাদ মীমাংসার লক্ষ্যে আন্তর্জাতিক আদালত গঠন করা হয়েছে। এর সদর দপ্তর নেদারল্যান্ডের দি-হেগ শহরে অবস্থিত। এটি হচ্ছে জাতিসংঘের বিচারালয় যা পনেরো জন (১৫) বিচারক নিয়ে এ আদালত গঠিত। বিচারকদের কার্যকালের মেয়াদ নয় বছর। বিচারকগণ আদালতের সদস্য হিসেবে পরিচিত। সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ পৃথকভাবে তাদের নির্বাচিত করে থাকে। বিচারকগণকে তাদের ব্যক্তিগত যোগ্যতার উপর ভিত্তি করে নির্বাচিত করা হয়। সেজন্য তাদের জাতীয়তার প্রশ্ন বিবেচিত হয়। অবশ্য যাতে বিশ্বের প্রধান প্রধান আইনব্যবস্থা এই আদালতে প্রতিনিধিত্ব প্রায় সেদিকে নজর রাখা হয়। একই রাষ্ট্রের দুই | জন বিচারককে একসাথে আদালতের বিচারক নির্বাচন করা হয় না।
সাধারণ ও নিরাপত্তা পরিষদ মিলিতভাবে আন্তর্জাতিক আদালতের বিচারকদের নিয়োগ দিয়ে থাকেন। জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের বিরূদ্ধে অভিযোগ এনে বিরোধ মীমাংসার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার প্রার্থনা করতে পারে। আদালত তার বিচারকার্য দ্বারা বিশ্বশান্তিরক্ষা করে। জাতিসংঘ সনদের অন্তর্ভুক্ত কোনো বিষয় নিয়ে মামলা হলে এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্পাদিত কোনো চুক্তি নিয়ে বিরোধ দেখা দিলেও আন্তর্জাতিক আদালত তা মীমাংসা করে। এছাড়া সাধারণ ও নিরাপত্তা পরিষদ কোনো আইনের ব্যাখ্যা চাইলে তা দিয়ে থাকে। সুতরাং আন্তর্জাতিক বিচারালয় বিশ্বসভ্যতা ও আইন সম্বন্ধীয় ব্যাপারে এক বিশেষ ভূমিকা পালন করে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions