Floodplain / প্লাবন সমভূমি / প্লাবন সমভূমি কি
প্লাবন সমভূমি
প্রাথমিক ভূমির অনিয়মতার জন্য সর্বদাই নদীর কোন কোন স্থানে বাঁকের সৃষ্টি হয়। এই বাঁকের বহিঃ প্রান্তদেশে নদীর জলস্রোত সরাসরি আঘাত করে ও এর সঙ্গে পাড়ের ক্ষয়ও সংযুক্ত হয়। ফলে এই অংশে নদীর ক্ষয়কার্য বেশী হয় ও বাঁকের বক্রতা বাড়তে থাকে। স্বভাবতই এই অংশে নদী যে ভূমি পরিত্যাগ করে এসেছে সেই অংশে ঢাল মৃদু হয় এবং বাকের বহিঃ প্রান্তদেশের ঢাল খাড়া হয়। ফলে নদীর পার্শ্বদেশে অপ্রতিসম ঢালের সৃষ্টি হয়। এইভাবে ঢালের একদিকে প্রায় সমতল সামান্য ঢালযুক্ত ভূমির সৃষ্টি হয়। প্লাবনের সময় এর ওপর পানির অনুপ্রবেশ ঘটে ও পানি মধ্যস্থিত পলি এই ভূমির ওপর থিতিয়ে পলির এক আস্তরণ ফেলে। এর ফলে ঐ প্রায় সমভূমি আরও মসৃণ হয়ে ওঠে, একেই প্লাবন ভূমি বলে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions