উক্তি কাকে বলে
উক্তি: কোনো কিছু বলার নাম উক্তি।
উক্তি দুই প্রকার : ১। প্রত্যক্ষ উক্তি ও ২। পরোক্ষ উক্তি
প্রত্যক্ষ উক্তি
যে বাক্যে বক্তার নিজের কথাই অবিকল উদ্ধৃত হয়, তাকে প্রত্যক্ষ উক্তি বলে।
যেমন :
১. বারেক বলল, “আজ সাত দিন যাবৎ আমি টাইফয়েড জ্বরে ভুগছি।”
২. তিনি বলিলেন “আজই আমার কোর্টে যাওয়া দরকার।”
৩. আয়েশা বলল, “এই বন্দি আমার প্রাণেশ্বর”।
৪. কপালকুণ্ডলা বলিল, “পথিক, তুমি পথ হারাইয়াছ, আইস পথ দেখাইয়া দিতেছি।”
৫. নবীন বলল, “আমি কলেজে যাব”
পরোক্ষ উক্তি
বক্তার নিজের কথার যথাযথ উল্লেখ না করে যদি অন্য ব্যক্তি নিজের কথায় তা প্রকাশ করে তবে তাকে বলে পরোক্ষ উক্তি। অর্থাৎ যে বাক্যে বক্তার উক্তি অন্যের জবানিতে রূপান্তরিত হয়ে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলে।
যেমন:
১. কালাম বলল যে, সে আজই সাভার যাবে।
২. তনু বলল যে, তার অসুখ করেছে।
৩. আনোয়ার বলল যে, তার বাবা-মা দুজনেই দেশের বাইরে আছেন।
৪. অভ্র বলল যে, সে ক্রিকেট খেলোয়াড় হবে।
৫. শিলা বলল যে, সে ছবি আঁকবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions