Alamin Computer Training Center Logo
Home » » উষ্ট্রের যুদ্ধের কারণ কি

উষ্ট্রের যুদ্ধের কারণ কি

উষ্ট্রের যুদ্ধের কারণ কি

খিলাফত লাভ করেই হযরত আলী (রা.) ব্যাপক বিশৃংখলার সম্মুখীন হন। উত্তেজিত জনতা হযরত উসমান (রা.) এর হত্যার প্রতিশোধ দাবি করে। কিন্তু কতিপয় কারণে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণ করা তখন সম্ভব ছিল না। কারণ এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এতে জড়িত ছিল কুফা, বসরা, মিসরের সংঘবদ্ধ একটি গোষ্ঠী। কোন নির্দিষ্ট ব্যক্তিকে শাস্তি প্রদান করা সম্ভবপর ছিল না। এছাড়া বিদ্রোহীদের দলনেতা ইবনে সাবা ছিলেন স্বয়ং আলী (রা.) কে খিলাফতে নিযুক্তকারী। তাই তার বিরুদ্ধে শাস্তি প্রদান সম্ভবপর ছিল না। কিন্তু এই পরিস্থিতি সকলে সমানভাবে বিবেচনায় আনলেন না। তালহা (রা.), যুবায়ির (রা.), রাসূল (সা.) এর স্ত্রী হযরত আয়িশা(রা.) হযরত উসমান (রা.) এর হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের দাবি জানালেন।

বিশিষ্ট সাহাবীদ্বয় তালহা (রা.) ও যুবায়ির (রা.) যদিও হযরত আলী (রা.) এর কাছে আনুগত্য প্রকাশ করেন, কিন্তু হত্যাকারীদের বিচারে খলীফার বিলম্ব তাদেরকে হতাশ ও অসন্তুষ্ট করেছিল; হযরত উসমান কর্তৃক নিযুক্ত প্রাদেশিক শাসনকর্তাদের হযরত আলী (রা.) অপসারণ করলে তার বিরুদ্ধে অসন্তোষ দেখা দেয়; সৈয়দ আমীর আলীর মতে-তালহা ও যুবায়ের যথাক্রমে বসরা ও কুফার শাসনভার গ্রহণের জন্য খলীফার নিকট প্রস্তাব করলে, খলীফা তাদের এই দাবি নাকোচ করে দেন। এতে তারা খলীফার প্রতি ক্ষুব্ধ হয়; কোন কোন ঐতিহাসিক ধারণা করেন যে, হযরত আলী (রা.) এর সাথে হযরত আয়িশা (রা.) এর ব্যক্তিগত মনোমালিন্য ছিল। কিন্তু তা সঠিক নয়। যদিও তাদের মাঝে একদা ভুল বোঝাবুঝি হয়, কিন্তু বিবি আয়িশাহযরত আলী (রা.) এর উপর কোন ব্যক্তিগত অভিযোগ ছিল না। তিনি পরিস্থিতির চাপে,  খলীফার শিথিল ভাব দেখে মক্কায় ফেরার পথে বিদ্রোহী তালহা ও যুবায়ের এর সাথে যোগ দেন। তিনি উসমান (রা.) এর হত্যাকারীদের শাস্তি প্রদান করতে চেয়েছিলেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *