দুমার মিমাংসা
দুমার মীমাংসা (জানুয়ারী ৬৫৮ খ্রিঃ)
হযরত আলী (রা.) এর সাথে মুয়াবিয়া (রা.) এর যুদ্ধ এড়ানোর জন্য সিদ্ধান্ত গৃহীত হয় যে, তারা উভয় দল মধ্যস্থতাকারী নিযুক্ত করে আপোস করার চেষ্টা করবেন। খলীফা আলী (রা.) কুফার গভর্ণর আবু মুসা আশয়ারী (রা.) এবং মুয়াবিয়া (রা.) আমর ইবনে আল-আসকে সালিশে নিস্পত্তি করার জন্য স্ব-স্ব ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত করলেন। সিদ্ধান্ত হয় যে, উভয়পক্ষ সালিশের চারশত লোক সাথে নিয়ে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থানে মিলিত হবেন এবং কুরআনের নির্দেশনা অনুসারে বিরোধ মীমাংসা করবেন।
নির্দিষ্ট দিনে মদীনা ও সিরিয়ার মধ্যবর্তী দুমাতুল জান্দাল (আজরুহ) নামক স্থানে সালিশের মজলিস বসলো। আমর ইবন আল-আস, মুসা আল আশয়ারী (রা.) কে বুঝালেন যে ইসলামের স্বার্থে হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.) উভয়কেই নিজ নিজ পদ হতে অপসারণ করতে হবে এবং তৃতীয় কোন ব্যক্তি কে খলীফা হিসেবে নিযুক্ত করতে হবে। মূলত সিদ্ধান্ত হয় যে, আবু মুসা হযরত আলী (রা.) কে খিলাফত থেকে অপসারণ ঘোষণা করবেন তারপর আমর ইবন আল-আস তাঁর পূর্ব কথা অনুসারে মুয়াবিয়া (রা.) এর পদ থেকে অপসারণ ঘোষণা করবেন। সরলমনা ও অকপট আবু মুসা বেদীর উপর দাড়িয়ে ঘোষণা করলেন - “ আমি হযরত আলী (রা.) কে খিলাফত হতে পদচ্যুত করলাম। এর পর আমর দাড়িয়ে বললেন, “আমি আলীর পদচ্যুতি অনুমোদন করলাম এবং তদস্থলে মুয়াবিয়া (রা.)কে নিযুক্ত করলাম,” । এই রায়ে খলীফার সমর্থকগণ ক্রোধান্বিত হয়ে উঠল। আমরের কূটকৌশল ফলপ্রসূ হলো। উভয় পক্ষের মধ্যে শত্রুতার তীব্রতা বৃদ্ধি পেল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions