Home » » খারেজী সম্প্রদায় কারা

খারেজী সম্প্রদায় কারা

খারেজী সম্প্রদায় কারা

দুমাতুল জলের সালিশের মীমাংসায় হযরত আলী (রা.) এর পক্ষের ১২,০০০ সৈন্যের একটি দল তাঁর পক্ষ ত্যাগ করে ‘হারুরা’ নামক গ্রামে জমায়েত হয়। খারিজী মানে দলত্যাগী। 

খারিজী সম্প্রদায়ের উৎপত্তি 

দলত্যাগী, বিচ্ছিন্নতাবাদী ও গোলযোগ সৃষ্টিকারী এই দল খলীফার দল হতে বিচ্ছিন্ন হয়ে বা খারিজ হয়ে অস্ত্র ধারণ করলে তাদেরকে খারিজী বা দলত্যাগী বলা হয়। হারুরায় বসবাস করতো বলে তাদেরকে হারুরী (Harurites) নামেও ডাকা হয়। তারা মানুষের বিচার মানতে অস্বীকার করে এবং প্রচার করতে থাকে যে , “আল্লাহর আইন ছাড়া আর কোন আইন নেই” (লা হুকমাহ্ ইল্লালিল্লাহ)। খারিজী সম্পদ্রায়ই ইসলামের সর্বপ্রথম ধৰ্মীয়-রাজনৈতিক দল বলে পরিচিত।

খারিজীদের রাজনৈতিক মতবাদ 

খারিজীগণ প্রথম দুই খলিফাকে ন্যায় সঙ্গত খলীফা হিসেবে গ্রহণ করেন। ৩য় খলীফা উসমান (রা.) ও আলী (রা.) যেহেতু শত্রুর সাথে মীমাংসা করতে চেষ্টা করেছিলেন তাই তাঁদের বিরোধিতাকে তারা করেন। তারা উমাইয়া ও আব্বাসী খলীফাদের গ্রহণ করেনি। তারা বংশ, গোত্র নির্বিশেষে সর্বজনীনতার ভিত্তিতে ইমাম বা খলীফা নির্বাচনে পক্ষপাতি ছিলেন। তারা গণতন্ত্রে বিশ্বাসী ছিলো। পার্থিব ভোগ-বিলাস তারা বরদাস্ত করতেন না। তারা ঘোষণা করেন যে- যোগ্যতাসম্পন্ন আদর্শবান ও সৎ যে কোন ব্যক্তি খলীফা হতে পারবেন। এমনকি ভৃত্যও খলীফা হিসেবে দায়িত্ব নিতে পারবেন। ধর্মের ব্যাপারে তারা ছিল কট্টরপন্থী যারা ইসলামের মূল আদর্শ হতে বিচ্যুত তাদেরকে সমূলে ধ্বংস করার অভিপ্রায় তারা পোষণ করতেন। 

নাহরাওয়ানের যুদ্ধ (৬৫৯ খ্রি)

খারিজীদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে ওহাব আল-রাবিবী। তার নেতৃত্বে খারিজীগণ যারা তাদের মতবাদের বিরোধিতা করতো তাদের হত্যা করে সর্বস্ব লুটপাট করে নিতো। খলীফা হযরত আলী (রা.) তাদেরকে দমনের উদ্দেশ্যে যাত্রা করলেন। খলীফা নাহরাওয়ান নামক স্থানে খারিজীদেরকে মোকাবেলা করলেন। ১২০০০ মধ্যে মাত্র ১৮০০ জন যুদ্ধে অংশগ্রহণ করলো। যুদ্ধে খলীফা আলী (রা.) খারিজীদের পরাজিত করলেন। কেউ তওবা পড়ে হযরত আলী (রা.) এর পক্ষে যোগদান করলো অবশিষ্টরা বিভিন্ন স্থানে পালিয়ে আশ্রয় গ্রহণ করলো।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *