Home » » ওয়ারেন হেস্টিংস এর বিচার সংস্কার / ওয়ারেন হেস্টিংস বিচার ব্যবস্থা

ওয়ারেন হেস্টিংস এর বিচার সংস্কার / ওয়ারেন হেস্টিংস বিচার ব্যবস্থা

ওয়ারেন হেস্টিংস বিচার ব্যবস্থা / ওয়ারেন হেস্টিংস এর বিচার সংস্কার

ওয়ারেন হেস্টিংসের বিচার বিভাগের সংস্কার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মোগল বিচার ব্যবস্থাকে অনুসরণ করে তাকে শৃঙ্খলাপূর্ণ ও ন্যায়বিচারমূলক করার নীতি গ্রহণ করেন। বিচার ব্যবস্থার ক্ষেত্রে তিনি ইউরোপীয় আইন চালু করার পক্ষপাতী ছিলেন না। তিনি কোম্পানির বাণিজ্য বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করেন যাতে শাসন কাজে হস্তক্ষেপ করতে না পারে। তিনি বিচার বিভাগকে রাজস্ব বিভাগ হতে পৃথক করে প্রত্যেক জেলায় একটি করে দিওয়ানী ও ফৌজদারী আদালত স্থাপন করেন। ইংরেজ কালেক্টর ও দেশীয় বিচারকগণ যথাক্রমে দিওয়ানী ও ফৌজদারী আদালতের বিচারক ছিলেন। তিনি দিওয়ানী ও ফৌজদারী মোকদ্দমার আপীলের জন্য ‘সদর দিওয়ানী আদালত’ ও ‘সদর নেজামত আদালত নামে দুটি উচ্চ আদালত স্থাপন করে বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি করেন। দিওয়ানী আদালত গভর্নর ও তাঁর পরিষদের দু'জন সদস্য নিয়ে গঠিত হয়। ফৌজদারী আদালতের প্রধান ছিলেন নবাব বা নাজিম। তিনি দেশীয় কাজী বা মুফতীর সাহায্যে বিচার কাজ পরিচালনা করতেন এবং হিন্দু ও মুসলিম আইন অনুসারে বিচারের ব্যাখ্যা ও কাজ চালাতেন।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *