Home » » ওয়ারেন হেস্টিংস এর অর্থ সংগ্রহের নীতি

ওয়ারেন হেস্টিংস এর অর্থ সংগ্রহের নীতি

ওয়ারেন হেস্টিংস এর অর্থ সংগ্রহের নীতি

হেস্টিংস এক চরম দুর্যোগময় মুহূর্তে বাংলার শাসনভার গ্রহণ করেন। তিনি এদেশের দুর্ভিক্ষ পীড়িত জনগণকে বাঁচাতে ব্রিটিশ পার্লামেন্টের নিকট হতে দশ লক্ষ পাউন্ড ঋণ গ্রহণ করেছিলেন। আর, এ কারণে তিনি ঋণ পরিশোধ ও আর্থিক উন্নতির জন্য ব্যয়-সংকোচন নীতি গ্রহণ করে গর্হিত ও নীতি বিরুদ্ধ কাজে হাত দেন। তিনি বাংলার বৃত্তি প্রাপ্ত নবাবের বার্ষিক ভাতা অর্ধেক কমিয়ে দেন। আগেই জেনেছেন, তিনি সম্রাট শাহ্ আলমের বার্ষিক ভাতা বন্ধ করে দিয়ে তাঁর কাছ থেকে কারা ও এলাহাবাদ জেলাদ্বয় জোরপূর্বক দখল নেন এবং ৫০ লক্ষ টাকার বিনিময়ে অযোধ্যার নবাবকে প্রদান করেন। উপরন্তু হেস্টিংস ৫০ লক্ষ টাকা এবং ইংরেজ সৈন্যদের যাবতীয় ব্যয়ভার বহনের বিনিময়ে নিরাপরাধ রোহিলাদের বিরুদ্ধে অযোধ্যার নবাবের পক্ষাবলম্বন করেন। এমনকি তার অর্থ উপার্জনের লালসা হতে বারানসীর রাজা চৈৎসিংহ ও অযোধ্যার বেগমগণও রেহাই পায় নি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *