Home » » রেগুলেটিং অ্যাক্ট

রেগুলেটিং অ্যাক্ট

রেগুলেটিং অ্যাক্ট / রেগুলেটিং অ্যাক্ট ১৯৭৩ / রেগুলেটিং এ্যাক্ট (১৭৭৩ খ্রি:)

রেগুলেটিং অ্যাক্ট : এতদিন উপমহাদেশে কোম্পানির যাবতীয় কাজ প্রথমে ইংল্যান্ডের বোর্ড অব ডাইরেক্টরস পরিচালনা করত। কালক্রমে এদেশে রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে শাসন কাজেও নানা বিশৃঙ্খলা দেখা দেয়। এ বিশৃংখলা দূর করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট সর্বপ্রথম উপমহাদেশের শাসন কাজে হস্তক্ষেপ করে। তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ ১৭৭৩ খ্রিস্টাব্দে উপমহাদেশে শাসন আইন নামে একটি আইন পাস করেন যা ‘রেগুলেটিং এ্যাক্ট' নামে ইতিহাসে বিখ্যাত। রেগুলেটিং এ্যাক্ট এর দ্বারা বোর্ড অব ডাইরেকট্রসকে ব্রিটিশ সরকারের নিকট কোম্পানির শাসন ও রাজস্ব সম্পর্কে সকল তথ্য পাঠাতে হতো। বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল আখ্যা দেয়া হয়। গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য চার সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠিত হয় এবং সবার সমান অধিকার দেয়া হয়। এই রেগুলেটিং এ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। এ রেগুলেটিং এ্যাক্ট এর দোষ ত্রুটি থাকলেও তা উপমহাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। অবশ্য কালক্রমে এই এ্যাক্টের খারাপ দিকগুলো ১৭৮১-১৭৮৪ ও ১৭৮৬ খ্রিস্টাব্দে আইন দ্বারা সংশোধিত হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *