লর্ড ডালহৌসি কে ছিলেন
লর্ড ডালহৌসী ছিলেন ব্রিটিশ সরকার কর্তৃক নিযুক্ত ভারতীয় উপমহাদেশের গভর্নর। ১৮৪৮ খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জের পর মাত্র ছত্রিশ বৎসর বয়সে লর্ড ডালহৌসী এ উপমহাদেশে আসেন। আসার পূর্বে তিনি বোর্ড অফ ট্রেডের সভাপতি হিসেবে ব্রিটিশ মন্ত্রী সভায় ছিলেন। ইংল্যান্ড কর্তৃপক্ষ এ পর্যন্ত যত সাম্রাজ্যবাদী শাসক এ উপমহাদেশে প্রেরণ করেছেন তার মধ্যে লর্ড ডালহৌসী ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী। লর্ড ডালহৌসীর সাম্রাজ্যবাদ নীতির তিনটি লক্ষ্য ছিল:
ক. পাশ্চাত্য সভ্যতা ও শাসনের প্রসার
খ. ইংরেজ সাম্রাজ্যের সংহতি স্থাপন ও
গ. উপমহাদেশে ব্রিটিশ পণ্যের বাজার সৃষ্টি
এ উদ্দেশ্যসমূহ হাসিলের জন্য যে উপায় অবলম্বন করা হয়েছিল তা এদেশের জনগণের জন্য কতটা কল্যাণমুখী ছিল, এসব চিন্তা তাঁর কাছে গৌণ ছিল। লর্ড ডালহৌসী ডালহৌসী বৃটিশ রাষ্ট্র বিস্তারে যে নীতিগুলো গ্রহণ করেছিলেন তার তিনটি ভিন্ন ভিন্ন দিক ছিলো-
১. প্রত্যক্ষ যুদ্ধের দ্বারা রাজ্য জয়
২. স্বত্ববিলোপ নীতির দ্বারা রাজ্য জয়
৩. কুশাসন ও অরাজকতার অজুহাতে পররাজ্য দখল।
এর মধ্যে তিনি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করেই সবচেয়ে বেশি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions