Home » » কারবালা যুদ্ধের ফলাফল

কারবালা যুদ্ধের ফলাফল

কারবালা যুদ্ধের ফলাফল

শিয়া সম্প্রদায়ের জন্ম লাভ : 

কারবালার নির্মম হত্যাকাণ্ড হযরত আলী (রা.) ও ইমাম হুসাইনের সমর্থকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তারা হযরত আলী ও ফাতেমার বংশধরকে একমাত্র খিলাফতের দাবিদার হিসেবে ঘোষণা করে। তারা ইসলামের মূল ধারা হতে পৃথক মতবাদ সৃষ্টি করে। এভাবে তারা শিয়া সম্প্রদায় হিসেবে আত্মপ্রকাশ করে।

শিয়া-সুন্নী দ্বন্দ্ব : 

শিয়া সম্প্রদায়ের আবির্ভাবের ফলে পরবর্তীতে শিয়া ও সুন্নী মতবাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। শিয়ারা সুন্নী মতবাদের বিরুদ্ধে নিজস্ব মত আরোপিত করে। 

ইসলামী ঐক্যে ভাঙ্গন : 

কারবালার মর্মান্তিক ঘটনা ইসলামের ঐক্যের পথে বাধা সৃষ্টি করে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে। গৃহযুদ্ধের পথকে আরো প্রশস্ত করে দেয়। 

হাশিমী- উমাইয়া বিরোধ : 

এই ঘটনা হাশেমী ও উমাইয়া দ্বন্দ্বে ঘৃতাহুতি দান করে। তা পূর্বাপেক্ষা আরো তীব্ররূপ ধারণ করে। 

মক্কা-মদীনা ও বসরায় প্রতিক্রিয়া : 

কারবালার ঘটনা মুসলিম বিশ্বে বিশেষ করে মক্কা ও মদীনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। মক্কা ও মদীনাবাসী এর বিরুদ্ধে তীব্র প্রতিশোধ দাবি করে। অন্যদিকে আব্দুল্লাহ ইবনে যুবায়ির (রা.) খিলাফত দাবি করে বসেন। 

মক্কা ও মদীনায় আক্রমণ: 

আব্দুল্লাহ ইবনে যুবায়ির (রা.) কে বন্দী করার জন্য ও মদীনাবাসীকে প্রতিরোধ করার জন্য ইয়াযিদ মুসলিম-বিন উকবার নেতৃত্বে বিশাল বাহিনী প্রেরণ করেন। মদীনার নিকট হাররা নামক স্থানে ব্যাপক যুদ্ধ সংঘটিত হয়। মদীনার বহু সাহাবী এতে শাহাদাৎ বরণ করেন। দামেস্কের বাহিনী মদীনায় ৩ দিন যাবৎ লুণ্ঠন করে অতঃপর মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়ে মক্কায় আব্দুল্লাহ ইবনে যুবায়ের কর্তৃক বাধার সম্মুখীন হয়। ফলে সিরীয় বাহিনী মক্কা অবরোধ করে। অবরোধকালে তারা পবিত্র কাবাঘরে অগ্নি সংযোগ করে। ইতোমধ্যে ৬৮৩ খ্রি: ২৭ নভেম্বর ইয়াযীদের মৃত্যু হলে সিরীয় বাহিনী দামেস্কে প্রত্যাবর্তন করে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *