জনবিজ্ঞান কি
জনবিজ্ঞান কি : জনবিজ্ঞানের উদ্ভব হয়েছে অতি সাম্প্রতিককালে। এটি সামাজিক বিজ্ঞানের একটি শাখা। জনবিজ্ঞান ইংরেজি প্রতিশব্দ Demography । এটি গ্রিকশব্দ Demos এবং Graphia থেকে এসেছে, যার অর্থ যথাক্রমে জনসংখ্যা ও লিখন বা বিবরণ। অতএব জনবিজ্ঞানের আভিধানিক অর্থ দাঁড়ায় জনসংখ্যার বিবরণ বা লিখন। সুতরাং জনবিজ্ঞান হলো জনসংখ্যা সম্পর্কিত বিজ্ঞান ।
সমাজকর্ম অভিধান অনুযায়ী, জনসংখ্যার বিভিন্ন চলক এবং বৈশিষ্ট্য সম্পর্কিত সুসংঘবদ্ধ অনুসন্ধানকে জনবিজ্ঞান বলে । ডেভিড জেরি এবং জুলিয়া জেরি সম্পাদিত Couins Dictionary of Sociology এর সংজ্ঞানুযায়ী, জনবিজ্ঞান হলো পরিধি ও কাঠামোর পরিপ্রেক্ষিতে জনসংখ্যার পরিসংখ্যানগত অধ্যয়ন। জনসংখ্যার লিঙ্গ, বয়স, বৈবাহিক মর্যাদা, নৃ-তাত্ত্বিক ধারা এবং মৃত্যুহার, জন্মহার এবং স্থানান্তরের পরিপ্রেক্ষিতে জনসংখ্যার সুশৃঙ্খল পরিসংখ্যানগত অধ্যয়ন হলো জনবিজ্ঞান । পরিশেষে বলা যায় যে, জনবিজ্ঞান হলো জনসংখ্যার আকার, গঠন এবং স্থানীয় বন্টনের গাণিতিক ও পরিসংখ্যানগত বিশ্লেষণ। অর্থাৎ জনসংখ্যা ও জনসংখ্যার উপাদান নিয়েই জনবিজ্ঞানের আলোচনা ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions