আরোহ অনুমান কি | আরোহ অনুমান কাকে বলে
আরোহ অনুমান (Inductive Syllogism) :
যে অনুমান পদ্ধতিতে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের উপর নির্ভর উপর নির্ভর করে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ভিত্তিতে আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে একটি সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ অনুমান বলে । তবে এক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না । আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি সম্ভাব্য হয় মাত্র । যেমন:
- রহিম হয় মরণশীল
- করিম হয় মরণশীল
- খালেক হয় মরণশীল
- মালেক হয় মরণশীল
এখানে কয়েকটি বিশেষ দৃষ্টান্তের আলোকে কার্যকারণ নিয়ম ও প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসরণ করে আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে সিদ্ধান্ত হিসেবে একটি সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করা হয়েছে ।তবে আরোহ অনুমানের সিদ্ধান্ত হিসেবে বিশিষ্ট বাক্যও প্রতিষ্ঠা করা যায় । যুক্তিবিদ্যায় বিশিষ্ট বাক্যকে সার্বিক বাক্য বলেই গ্রহণ করা হয় । যেমন- পৃথিবী ও মঙ্গল সূর্যের দু'টি গ্রহ এবং সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে । গ্রহ দু'টি সূর্যের আলোয় আলোকিত হয় । পৃথিবী ও মঙ্গলের আবহাওয়া ও ভূমি এক। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে । অতএব, মঙ্গলেও প্রাণের অস্তিত্ব রয়েছে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions