Home » » অবরোহ অনুমান কাকে বলে | অবরোহ অনুমান কি

অবরোহ অনুমান কাকে বলে | অবরোহ অনুমান কি

অবরোহ অনুমান কাকে বলে | অবরোহ অনুমান কি

অবরোহ অনুমান (Deductive Inference ) : যে অনুমান পদ্ধতিতে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে অবরোহ অনুমান বলে । যেমন:

ক. সকল কাক হয় কালো ( A )

∴ কিছু কালো পাখি হয় কাক (I)

এ উদাহরণটিতে আশ্রয় বাক্যটি সার্বিক এবং সিদ্ধান্তটি বিশেষ বাক্য । এক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক ।

খ. কোনো মানুষ নয় দেবতা (E)

∴ কোনো দেবতা নয় মানুষ (E)

এ অনুমানটিতে সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের সমান ব্যাপক ।

গ. সকল ভাবুক হয় কবি (A)

সকল প্রকৃতি-প্রেমিক হয় ভাবুক (A)

 সকল প্রকৃতি-প্রেমিক হয় কবি (A)

এ অনুমানটিতে দু'টি আশ্রয়বাক্য রয়েছে এবং আশ্রয়বাক্য দু'টির মধ্যকার সম্পর্কের ভিত্তিতে অনিবার্যভাবে সিদ্ধান্তটি নিঃসৃত হয়েছে । এখানে সিদ্ধান্তটি আশ্রয়বাক্যগুলোর সমব্যাপক ।


অবরোহ অনুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রয়বাক্যের সত্যতা দ্বারা নির্ধারিত হয়। এরূপ অনুমানে যে কোনো আশ্রয়বাক্য বস্তুগতভাবে মিথ্যা হলে সিদ্ধান্ত অবশ্যই বস্তুগতভাবে মিথ্যা হবে । যেমন:

সকল মানুষ হয় শিক্ষিত (A) সকল শ্রমিক হয় মানুষ ( A )

∴ সকল শ্রমিক হয় শিক্ষিত (A)

এ অনুমানটিতে সিদ্ধান্ত ‘সকল শ্রমিক হয় শিক্ষিত' বস্তুগতভাবে মিথ্যা। কারণ এ অনুমানের একটি আশ্রয়বাক্য ‘সকল মানুষ হয় শিক্ষিত বস্তুগতভাবে মিথ্যা । সুতরাং এটা স্পষ্ট যে, অবরোহ অনুমানের একটি আশ্রয়বাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত মিথ্যা হবে । আবার, অবরোহ অনুমানের আশ্রয়বাক্যগুলো বস্তুতভাবে সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে । যেমন:

সকল মানুষ হয় মরণশীল (A)

সকল প্রেসিডেন্ট হয় মানুষ ( A )

∴ সকল প্রেসিডেন্ট হয় মরণশীল (A)

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *