অনুমান কি
অনুমানের সংজ্ঞা (Definition of Inference) : অনুমানের ইংরেজি প্রতিশব্দ Inference উদ্ভুত হয়েছে ল্যটিন শব্দ Inferre থেকে । inferre শব্দের অর্থ হলো bring in বা উপস্থাপন করা। কোনো বিষয়ের আলোকে কোনো বিষয় উপস্থাপন করা । আরো পরিষ্কারভাবে, কোনো জানা বিষয়ের আলোকে কোনো অজানা বিষয় উপস্থাপন করা । অনেক ক্ষেত্রে (inference) এর মানে হলো কোনো প্রমাণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ; a conclusion reached on the basis of evidence. এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, অনুমান হলো পুরোপুরি একটি মানসিক প্রক্রিয়া এবং অনুমান যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তা হয়ে যায় যুক্তি । যুক্তিবিদ্যায় একাধিক অর্থে অনুমানকে ব্যবহার করা হয়:
# আমাদের জানা বিষয় থেকে বা সত্য বলে গৃহীত আশ্রয়বাক্য থেকে যৌক্তিক সিদ্ধান্ত প্রতিপাদনের প্রক্রিয়া হলো অনুমান ।
# মানসিক প্রক্রিয়ার ফলাফল বা সিদ্ধান্ত হলো অনুমান ।
# বাস্তব জ্ঞান বা সাক্ষ্য প্রমাণ থেকে যৌক্তিক সিদ্ধান্ত প্রতিপাদন করাই হলো অনুমান ।
# প্রত্যক্ষণ ছাড়া যথার্থ প্রমাণ ও পূর্ব স্বীকৃত সিদ্ধান্ত থেকে নতুন সিদ্ধান্ত বা যৌক্তিক অবধারণ গঠন করার প্রক্রিয়া হলো অনুমান ।
যুক্তিবিদ্যায় সাধারণত জানা বিষয় থেকে অজানা বিষয়ে উত্তরণের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে । আমরা নিম্নে কয়েকজন বিখ্যাত যুক্তিবিদ কর্তৃক প্রদত্ত অনুমানের সংজ্ঞা তুলে ধরছি। যুক্তিবিদ এইচ.ডব্লিউ.বি. যোসেফ (H.W.B. Joseph) বলেন, অনুমান হলো একটা চিন্তন প্রক্রিয়া যা এক বা একাধিক অবধারণ থেকে অন্য একটা অবধারণে উপণীত হয়, যার সত্যতা পূর্ববর্তী অবধারণের সত্যতার সাথে সম্পৃক্ত বলে বোঝা যায় । (Inference is a Process of thought which, starting with one or more judgements, ends in another judgement made necessary by the former)
এল. এস. স্টেবিং (L.S. Stebbing) অনুমানের সংজ্ঞায় বলেন যে, অনুমান হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যেখানে প্রদত্ত কোনো কিছু বা তথ্য থেকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় কোনো কিছুতে বা উপাত্তে উপণীত হতে হয় । (Inference as a mental process in which a thinker passes from the apprehension of something given, the datum, to something, the conclusion, related in a certain way to the datum and accepted only because the datum has been accepted)
আই. এম. কপি (I.M. Copi) এবং কার্ল কোহেন (Carl Cohen) তাঁদের Introduction to Logic গ্রন্থে বলেন, অনুমান পদটি এমন একটি প্রক্রিয়াকে নিদের্শ করে যেখানে এক বা একাধিক বচনের উপর ভিত্তি করে একটি বচনে উপণীত হতে (The term 'inference' refers to the process by which one proposition is arrived at and affirmed on the basis of one or more other propositions accepted as the starting point of the process)
উপরোল্লিখিত আলোচনার আলোকে আমরা অনুমানের সংজ্ঞায় বলতে পারি যে, এক বা একাধিক জ্ঞাত তথ্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট পদ্ধতিতে একটি নতুন যৌক্তিক সিদ্ধান্তে উত্তরণের মানসিক প্রক্রিয়াকে বলা হয় অনুমান । যেমন :
- সকল শিক্ষক হন সৎ মানুষ
- সকল সৎ মানুষ হন দেশপ্রেমিক
- অতএব, সকল শিক্ষক হন দেশপ্রেমিক ।
এখানে প্রথম দু'টি বাক্য ‘সকল শিক্ষক হন সৎ মানুষ' ও ‘সকল সৎ মানুষ হন দেশপ্রেমিক' হলো আশ্রয়বাক্য এবং জ্ঞাত সত্য । আর তৃতীয় বাক্যটি ‘সকল শিক্ষক হন দেশপ্রেমিক' হলো সিদ্ধান্ত যা অজ্ঞাত সত্য ।
নিম্নে চিত্রের সাহায্যে অনুমান প্রক্রিয়া তুলে ধরা হলো :
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions