নিরীক্ষণ কি
নিরীক্ষণের সংজ্ঞা (Definition of Observation) :
বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রাকৃতিক পরিবেশে কোনো প্রাকৃতিক বিষয় ও ঘটনাবলি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় অর্থাৎ নিয়ন্ত্রিত ও নির্বাচনমূলক প্রত্যক্ষণকে নিরীক্ষণ বলে । সাধারণভাবে আমরা ইন্দ্রিয়ের সাহায্যে বস্তু জগতের বিষয় ও ঘটনাবলি সম্পর্কে অবহিত হই । ইন্দ্রিয়ের ভিত্তিতে প্রাপ্ত তথ্যসমূহ ব্যাখ্যা করার প্রক্রিয়া হলো প্রত্যক্ষণ । নিরীক্ষণ হলো এক ধরনের প্রত্যক্ষণ । কিন্তু সকল প্রত্যক্ষণ নিরীক্ষণ নয় । আমরা যা উদ্দেশ্যহীনভাবে অসতর্ক অবস্থায় দেখি বা শুনি তা প্রত্যক্ষণ, নিরীক্ষণ নয় । আকাশে উড়ন্ত পাখির ডানা, মাঠে শস্যক্ষেত্রে কাজ করা চাষী, রাস্তায় চলমান গাড়ি ইত্যাদি হলো প্রত্যক্ষণ । কিন্তু এসব প্রত্যক্ষণ উদ্দেশ্যহীন, অসতর্ক ও অনিয়ন্ত্রিত । এসবের প্রতি আমরদের সক্রিয় মনোযোগ থাকে না । তাই এগুলো আমাদের মনে কোনো রেখাপাত করে না । সুতরাং আমরা যখন কোন বস্তু বা ঘটনা বিশেষ উদ্দেশ্য নিয়ে গভীর মনোযোগের সাথে ধীরস্থির ভাবে প্রত্যক্ষণ করি তখন তা হয় নিরীক্ষণ ।
যেমন-
(১) ফুল বাগানের বিচিত্র রঙের যে সব ফুল আমরা সচরাচর দেখি তা প্রত্যক্ষণ, নিরীক্ষণ নয় । কিন্তু মৌমাছি, কীট- পতঙ্গের সাহায্য ছাড়া ফুলের নিজস্ব কোন পরাগায়ন ব্যবস্থা আছে কি না খতিয়ে দেখা হলে তা হবে নিরীক্ষণ ।
(২) রাস্তায় চলার সময় আমরা স্কুল মাঠে বিভিন্ন বয়সের শিশুদের দলে দলে বিভক্ত হয়ে খেলতে দেখি। এ দেখা প্রত্যক্ষণ, নিরীক্ষণ নয় । কিন্তু তাদের কোন্ নীতিতে দলে ভাগ করা হয়েছে, বয়সের ভিত্তিতে না উচ্চতার ভিত্তিতে তা পরীক্ষা করে দেখা হলে তা হবেনিরীক্ষণ ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions