পরীক্ষণ কি
পরীক্ষণের সংজ্ঞা (Definition of Experiment) :
পরীক্ষণে আমরা বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে গবেষণাগারে কৃত্রিম উপায়ে ঘটনাবলি সৃষ্টি করি । পরীক্ষণের অবস্থাবলির উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে । ঘটনা সৃষ্টির জন্য আমরা প্রকৃতির উপর নির্ভরশীল থাকি না। আমাদের প্রস্তুতকৃত পরিবেশে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে আমরা কৃত্রিমভাবে পরীক্ষণীয় ঘটনা তৈরি করি এবং ধীরস্থিরভাবে তাকে নিরীক্ষণ করি । পরীক্ষণ এক ধরনের নিরীক্ষণ; তবে তা কৃত্রিম পরিবেশে কৃত্রিম ঘটনার ক্ষেত্রে । যুক্তিবিদ কার্ভের্থ রিড (Carveth Read) বলেন, পরীক্ষণ হচ্ছে পূর্ব পরিকল্পিত ও জ্ঞাত অবস্থাবলির ভিত্তিতে নিরীক্ষণ । তাহলে পরীক্ষণের সংজ্ঞায় আমরা বলতে পারি যে, কোনো বিশেষ উদ্দেশ্য সহকারে নির্বাচিত ও নিয়ন্ত্রিত অবস্থাবলির ভিত্তিতে কৃত্রিমভাবে সৃষ্ট কোনো বস্তু বা ঘটনাকে সুনিয়ন্ত্রিত ভাবে প্রত্যক্ষণ করাকে পরীক্ষণ বলে ।
উদাহরণস্বরূপ,একজন রসায়নবিদ তাঁর গবেষণাগারে দুইভাগ হাইড্রোজেনের সাথে এক ভাগ অক্সিজেন মিশিয়ে তাতে বিদ্যুৎ সঞ্চালন করে পানি উৎপন্ন করেন । পানি তৈরির এ প্রক্রিয়াটি একটি পরীক্ষণ ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions