সহানুমান কি | সহানুমান কাকে বলে
সহানুমানের সংজ্ঞা ও উদাহরণ (Definition and Example of Syllogism) :
যুক্তিবিদ্যক পরিভাষা সহানুমানের ইংরেজি Syllogism শব্দটি উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ Sullogismos থেকে । Sullogismos শব্দের অর্থ হলো একত্রিত অবস্থায় যৌক্তিক চিন্তা করা (to reason together) বা ‘যৌক্তিক চিন্তা করার জন্য বচনগুলোকে একত্রিত করা' (to put statements together into a pattern of reasoning) পরবর্তীকালে Syllogism শব্দটি একটি বিশেষ অনুমান প্রক্রিয়ার পরিভাষা হিসেবে গৃহীত হয়। এ প্রকিয়ায় দু'টি আশ্রয় বাক্যের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে একটি সিদ্ধান্ত অনুমিত হয় । তাহলে সহানুমান হলো এমন একটি মাধ্যম অবরোহ অনুমান যেখানে যুক্তভাবে দু'টি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় ।
যুক্তিবিদ জেমস্ ওয়েল্টন (James Welton) তাঁর Manual of Logic বইয়ে বলেন, “যে অবরোহ মাধ্যম অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দু'টি আশ্রয়বাক্যের ভিত্তিতে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে সহানুমান বলে ।”
যুক্তিবিদ এইচ ডব্লিউ বি যোসেফ (H.W.B. Joseph) তাঁর Introduction to Logic বইয়ে বলেন যে, সহানুমান হলো এমন যুক্তিপ্রক্রিয়া যেখানে দু'টি পদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তৃতীয় কোনো পদের উদ্দেশ্য ও বিধেয় আকারের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে ।
যুক্তিবিদ আই. এম. কপি (I. M. Copi) এবং কার্ল কোহেন (Carl Cohen) সহজ ভাষায় সহানুমানের সংজ্ঞা দিয়েছেন এভাবে: সহানুমান হলো এমন একটি অবরোহ যুক্তিপ্রক্রিয়া যেখানে দু'টি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় (A syllogism is a deductive argument in which a conclusion is inferred from two premises.) | প্যাট্রিক জে. হার্লি (Patrick J. Hurley) আরো সরলভাবে সহানুমানের সংজ্ঞা দিয়েছেন এভাবে: সহানুমান হলো দু'টি আশ্রয়বাক্য ও একটি সিদ্ধান্ত নিয়ে গঠিত একটি অবরোহ অনুমান (A syllogism is a deductive argument consisting of tow premises and one conclusion.)
উপর্যুক্ত আলোচনার আলোকে আমরা সহানুমানের সংজ্ঞায় বলতে পারি যে, মাধ্যম অবরোহ অনুমানে পরস্পরের মধ্যে সম্পর্কযুক্ত দু'টি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয়বাক্য দু'টির মধ্যেই নিহিত থাকে তাকে সহানুমান বলে । যেমন:
সকল জ্ঞান-প্রেমিক হয় বিচক্ষণ ব্যক্তি
সকল শিক্ষক হয় জ্ঞান-প্রেমিক
∴ সকল শিক্ষক হয় বিচক্ষণ ব্যক্তি
এ সহানুমানটিতে আশ্রয়বাক্য দু'টি হলো- ‘সকল জ্ঞান-প্রেমিক হয় বিচক্ষণ ব্যক্তি' ও ‘সকল শিক্ষক হয় জ্ঞান-প্রেমিক এবং সিদ্ধান্তটি হলো ‘সকল শিক্ষক হয় বিচক্ষণ ব্যক্তি' । আশ্যয়বাক্য দু'টির মধ্যে সাধারণ পদ হলো ‘জ্ঞান প্রেমিক' এ পদটির জন্যই আশ্রয়বাক্য দু'টির মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপিত হয়েছে । এ সম্পর্কের ফলে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions