সংস্থান কি
সংস্থান (Figure) : সহানুমানের আশ্রয়বাক্য দু'টিতে মধ্যপদের ভিন্ন ভিন্ন অবস্থানের ফলে সহানুমানে রূপ বা অবয়ব ধারণ করে তাকে সহানুমানের সংস্থান বা আকার বলে । আই. এম. কপি (I.M. Copi) এব কার্ল কোহেন (Carl Cohen) বলেন, সংস্থান আশ্রয়বাক্যে মধ্যপদের অবস্থানকে নির্দেশ করে । সহানুমানের নিয়ম অনুসারে মধ্যপদটি প্রধান ও অপ্রধান উভয় আশ্রয়বাক্যেই উপস্থিত থাকে। কাজেই মধ্যপদটি প্রধান আশ্রয়বাক্যে উদ্দেশ্য বা বিধেয় পদ হিসেবে এবং অপ্রধান আশ্রয়বাক্যেও উদ্দেশ্য বা বিধেয় পদ হিসেবে যেকোনে প্রান্তে অবস্থান নিতে পারে । তাই সহানুমানে মধ্যপদের অবস্থান মোট চার প্রকার হতে পারে; যথা-
১. প্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য এবং অপ্রধান আশ্রয়বাক্যের বিধেয় হিসেবে ।
২. প্রধান ও অপ্রধান উভয় আশ্রয়বাক্যের বিধেয় হিসেবে।
৩. প্রধান ও অপ্রধান উভয় আশ্রয়বাক্যের উদ্দেশ্য হিসেবে ।
৪. প্রধান আশ্রয়বাক্যের বিধেয় এবং অপ্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য হিসেবে ।
সুতরাং সহানুমানের আকার বা সংস্থান হলো চার প্রকার; যথা-
১. প্রথম সংস্থান
২. দ্বিতীয় সংস্থান
৩. তৃতীয় সংস্থান
৪. চতুর্থ সংস্থান
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions