মাধ্যম অনুমান কাকে বলে
মাধ্যম অনুমানের সংজ্ঞা (Definition and Nature of Mediate Inference ) :
যে অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং এ সিদ্ধান্তটি কখনো আশ্রয়বাক্যের তুলনায় ব্যাপকতর হয় না, তাকে মাধ্যম অনুমান বলে । মাধ্যম অনুমানের ক্ষেত্রে পূর্বেই একটি আশ্রয়বাক্য থাকে এবং শেষে পরবর্তী একটি যুক্তিবাক্য থাকে যার নাম সিদ্ধান্ত । পূর্ববর্তী আশ্রয়বাক্য পরবর্তী যুক্তিবাক্যের পরম্পরা রক্ষার জন্য মাঝখানে এক বা একাধিক আশ্রয়বাক্য থাকে । তাহলে মাধ্যম অনুমানকে আমরা নিম্নোক্তভাবে বিন্যস্ত করতে পারি:
উদাহরণ: সকল মানুষ হয় মরণশীল
সকল রাজা হয় মানুষ
সকল রাজা হয় মরণশীল
প্রদত্ত উদাহরণটিতে দু'টি আশ্রয়বাক্য ‘সকল মানুষ হয় মরণশীল' এবং ‘সকল রাজা হয় মানুষ' রয়েছে । আশ্রয়বাক্য দু'টি পরস্পর সম্পর্কযুক্ত এবং এ সম্পর্কের ভিত্তিতে ‘সকল রাজা হয় মরণশীল' সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে । সুতরাং এটি হলো একটি মাধ্যম অনুমানের দৃষ্টান্ত ।
মাধ্যম অনুমানের প্রকৃতি (Nature of Mediate Inference ) :
মাধ্যম অনুমানের সংজ্ঞা ও উদাহরণ বিশ্লেষণ করলে আমরা এর প্রকৃতি সম্বন্ধে বলতে পারি যে:-
১. মাধ্যম অনুমানের ক্ষেত্রে দুই বা ততোধিক আশ্রয়বাক্য থাকে এবং আশ্রয়বাক্যগুলোর মধ্যকার অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় । কোনো একক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় না ।
২. মাধ্যম অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যগুলোর মধ্যকার আন্তঃসম্পর্কের প্রতিফলন। বাইরের অন্য কিছু বা অনুমানকারীর জ্ঞানগত কোনো বিষয় নয় ।
৩. মাধ্যম অনুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয়বাক্যের তুলনায় বেশি ব্যাপক হতে পারে না। এক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমব্যাপক হতে পারে ।
৪. মাধ্যম অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যের সত্যতা দ্বারা সিদ্ধান্তের সত্যতা নির্ধারিত হয়। আশ্রয়বাক্যগুলো বাস্তবে সত্য হলে সিদ্ধান্তও বাস্তবে সত্য হয় ।
৫. মাধ্যম অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্যগুলোর মধ্যকার অনিবার্য সম্পর্কের ভিত্তিতে নিঃসৃত হয় বলে এর আকারগত সত্যতা সম্পর্কে কোনো ধরনের সন্দেহ থাকে না ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions