বিধেয় ও বিধেয়কের মধ্যে পার্থক্য
বিধেয় ও বিধেয়কের মধ্যকার পার্থক্যসমুহ : প্রতিটি যুক্তিবাক্যের মধ্যে বিশেষ করে সদর্থক যুক্তিবাক্যের আলোচনার ক্ষেত্রে ‘বিধেয়' ও 'বিধেয়ক' পদ দু'টি অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিধেয় ও বিধেয়কের মধ্যে যথেষ্ট শাব্দিক মিল থাকলেও এদের মধ্যে বেশ পার্থক্য রয়েছে । বিধেয় ও বিধেয়কের মধ্যকার এ পার্থক্যসমুহ নিম্নে ব্যাখ্যা করা হলো:
ক) সংজ্ঞাগত পার্থক্য: কোনো যুক্তিবাক্যে যে পদউদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বিধেয় বলে । যেমন-‘সকল শিক্ষার্থী হয় পরিশ্রমী' এখানে সকল ‘শিক্ষার্থী' কে পরিশ্রমী বলে স্বীকার করা হয়েছে । আর তাই ‘পরিশ্রমী’ হলো বিধেয় । শ্রেণিবাচক বিধেয় পদ রয়েছে এমন সদর্থক যুক্তিবাক্যে বিধেয় পদের সাথে উদ্দেশ্য পদের বিদ্যমান সম্পর্ককে বিধেয়ক বলে । যেমন-‘সকল শিক্ষার্থী হয় দেশপ্রেমিক' । এখানে ‘শিক্ষার্থী' পদের সাথে ‘দেশপ্রেমিক' পদের যে সম্পর্কের সৃষ্টি হয়েছে তাই হলো বিধেয়ক ।
খ) কাঠামোগত পার্থক্য: সদর্থক ও নঞর্থক দুই ধরনের যুক্তিবাক্যেই বিধেয় থাকে । কিন্তু শুধুমাত্র সদর্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে । নঞর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য পদটি বিধেয় পদ সম্পর্কে কোন স্বীকৃতি জ্ঞাপন না করার কারণে এদের মধ্যে কোন সম্পর্কও স্থাপিত হয় না ।
গ) অবস্থানগত পার্থক্য: কোনো বিশিষ্ট পদকে যুক্তিবাক্যের বিধেয় হিসেবে ব্যবহার করা যায় । কিন্তু কোনো যুক্তিবাক্যের বিধেয় পদটি যদি বিশিষ্ট পদ হয়, তাহলে সে যুক্তিবাক্যের বিধেয়ক থাকে না ।
ঘ) প্রকৃতিগত পার্থক্য : বিধেয় একটি পদ । কিন্তু বিধেয়ক কোন পদ নয়, এটি উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার সম্পর্কের নাম । ঙ) অপরিহার্যতার পার্থক্য: যুক্তিবাক্য গঠনে বিধেয় পদটি অত্যন্ত অপরিহার্য উপাদান । কোনো যুক্তিবাক্যই বিধেয় ছাড়া গঠন করা যায় না । কিন্তু বিধেয়ক যুক্তিবাক্যের কোনো অপরিহার্য উপাদান নয় । যেমন-‘কোনো মানুষ নয় অমর'-এই যুক্তিবাক্যে বিধেয়ক নেই ।
চ) দৃশ্যগত পার্থক্য: বিধেয় এক বা একাধিক শব্দ নিয়ে গঠিত হয় । অন্যদিকে, বিধেয়ক কোনো পদ নয় বলে কোনো শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা গঠিত নয় ।
ছ) শ্রেণীগত পার্থক্য: বিধেয়ের কোনো শ্রেণীবিভাগ নেই । কিন্তু বিধেয়ককে মোটামুটি পাঁচ ভাগে ভাগ করা যায় । সুতরাং উক্ত পার্থক্যসমুহ থেকে স্পষ্টভাবে বলা যায় যে, বিধেয় ও বিধেয়ক দু'টি সম্পূর্ণ ভিন্ন বিষয় ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions