Home » » ইসলামী অর্থব্যবস্থা কি

ইসলামী অর্থব্যবস্থা কি

ইসলামী অর্থব্যবস্থা কি

অর্থনীতি হচ্ছে ধন বিজ্ঞান। দ্রব্যের উৎপাদন, বণ্টন ও ভোগ সংক্রান্ত বিজ্ঞান। ইংরেজি প্রতিশব্দ (Economics)। 

ব্রিটিশ অর্থনীতিবিদ এডাম স্মিথ-এর মতে, “অর্থনীতি হলো, জাতিসমূহের সম্পদের কারণ ও প্রকৃতি সম্বন্ধে অনুসন্ধানে নিয়োজিত শাস্ত্র।” 

আলফ্রেড মার্শাল-এর মতে, “অর্থনীতি এমন একটি বিজ্ঞান যার মধ্যে মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যকলাপ আলোচিত হয়।” 

অর্থনীতিকে সাধারণত উৎপাদন বণ্টন এবং দ্রব্য ও সেবার মানবীয় ভোগ আচরণের তত্ত্ব হিসেবেই সংজ্ঞায়িত করা হয়। ইসলামি অর্থনীতি ইসলামি জীবনব্যবস্থার এক অপরিহার্য অংশ। ইসলামি অর্থনীতি ইসলামি আদর্শ, জীবন দর্শন ও সভ্যতা সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। মহান সৃষ্টিকর্তা আল্লাহর নীতি-পদ্ধতি অনুসরণে সৃষ্টির লালন-পালনের যাবতীয় জাগতিক সম্পদের সামগ্রিক কল্যাণধর্মী ব্যবস্থাপনাই ইসলামি অর্থনীতি ।

ইসলামি অর্থনীতি হলো একটি সামাজিক বিজ্ঞান যা কুরআন ও সুন্নাহর আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাবলি নিয়ে আলোচনা করে।

প্রফেসর এম এ হামিদ ইসলামি অর্থনীতির সংজ্ঞায় বলেন-‘ইসলামি অর্থনীতি হলো, ইসলামি বিধানের সেই অংশ যা প্রক্রিয়া হিসেবে দ্রব্য ও সেবাসামগ্রি উৎপাদন, বণ্টন ও ভোগের প্রসঙ্গে মানুষের অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক আচরণকে সমন্বিতভাবে অধ্যয়ন করে।’


অতএব, উক্ত সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি-

  • ইসলামি অর্থনীতির উৎস আল-কুরআন ও সুন্নাহ।
  • ইসলামি অর্থনীতি জাগতিক সম্পদ উৎপাদন, বণ্টন ও ব্যবস্থাপনার একটি প্রক্রিয়া।
  • মানব সমাজের অর্থনৈতিক, সামাজিক ও মানবিক বিষয়গুলো ইসলামি অর্থনীতির আলোচ্য বিষয়।
  • ইসলামি অর্থনীতি মানুষের ইহকালীন ও পরকালীন উভয় প্রকার কল্যাণের কথা বলে ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *