তাওয়াক্কুল কি
তাওয়াক্কুল অর্থ হলো ভরসা করা, নির্ভর করা, কোনো কাজ বা বিষয়ে কারো উপর দায়িত্ব দিয়ে পুরোপুরি নিশ্চিন্ত হওয়া। কোনো প্রাপ্তি বা অর্জনের ব্যাপারে একান্তভাবে কারো ওপর নির্ভর করা।
তাওয়াক্কুল শব্দটি ‘ওকালত' শব্দ থেকে এসেছে। এর অর্থ অপরের উপর ভরসা করে কাজ সমর্পণ করা। যাকে কাজ সমর্পণ করা হয়, তাকে উকিল এবং যে সমর্পণ করে তাকে মুতাওয়াক্কিল বা মক্কেল বলা হয়। একজন মানুষ সাধারণত অন্য একজন মানুষের কাছে তখনই তার কাজের দায়িত্ব অর্পণ করে যখন সে তার চূড়ান্ত বিচক্ষণতা, সত্য প্রকাশে পূর্ণ সক্ষমতা, চূড়ান্ত বাকপটুতা এবং মক্কেলের প্রতি তার পূর্ণ সহানুভূতির সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট প্রমাণ পায় ।
ইমাম আহমদ (রহ.) বলেন, “তাওয়াক্কুল অন্তরের কাজ। একে মুখের দ্বারা বলা কিংবা অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা প্রকাশ করা সম্ভব নয় । বান্দার পক্ষ থেকে নিজ কাজের দায়িত্ব আল্লাহর ওপর সোপর্দ করে দেয়ার নামই তাওয়াক্কুল।”
ইমাম গাযালি (রহ.) বলেন, “ইমানের প্রকারসমূহের মধ্যে তাওয়াক্কুলও একটি। এর মূল হচ্ছে ইলম বা জ্ঞান। এর ফলাফল হচ্ছে আমল বা কাজ। এরপর তাওয়াক্কুল শব্দটির উদ্দিষ্ট অর্থ হচ্ছে এর হাল বা অবস্থা।”
ইসলামি পরিভাষায় তাওয়াক্কুল বলতে একান্তভাবে সর্বশক্তিমান আল্লাহ তা'আলার ওপর ভরসা করা বুঝায় । এর চূড়ান্ত রূপ হলো, মানুষের অন্তরে সুদৃঢ় বিশ্বাসের মাধ্যমে একথা প্রতিষ্ঠিত হতে হবে যে, সবকিছুর নিয়ন্তা আল্লাহ ছাড়া আর কেউ নেই। তিনি বান্দাদের অবস্থা সম্পর্কে সম্যক অবগত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions