ইহসান কি
ব্যক্তিগত উৎকর্ষ ও সামাজিক উন্নয়নের জন্যে সমাজের সদস্যদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সুসম্পর্ক প্রতিষ্ঠার জন্যে ইসলাম যে বিষয়টির উপর সর্বাধিক গুরুত্বারোপ করে সেটি হলো ইহসান বা সদাচরণ। পার্থিব ও পরকালীন মুক্তি নিশ্চিত করার পাশাপাশি এটি জীবনকেও আপন মহিমায় উদ্ভাসিত করে তোলে ।
ইহসান শব্দটি আরবি। আল হুসনু শব্দ থেকে শব্দটি নিষ্পন্ন হয়েছে। ‘হুসনুন' অর্থ সুন্দর। সুতরাং আভিধানিক দিক দিয়ে ইহসান অর্থ সুন্দর আচরণ করা। এ ছাড়াও অভিধানে ‘ইহসান' কে উত্তম কাজ করা, কোনো কাজকে সুন্দর ও নির্ভেজাল করা, নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করা, প্রভৃতি অর্থে ব্যবহার করা হয়েছে।
সাধারণ অর্থে, দান করা, সৎ ও কল্যাণকর কাজ করা, উপকার করা এবং উত্তম ব্যবহার করা হলো ইহসান ।
মুহাদ্দিসগণ বলেন, বিনয় ও নম্রতার সাথে প্রকাশ্য ও অপ্রকাশ্য মানবীয় বৃত্তির সংশোধন এবং শালীন ও শোভনভাবে কাজ সম্পাদনই ইহসান ।
মহানবি (স.) বলেছেন, “ইহসান হলো এমনভাবে আল্লাহর ইবাদত করা, যেন তুমি তাঁকে দেখছ। যদি তুমি তাঁকে নাও দেখ তা সত্ত্বেও ন্যূনতম এই উপলব্ধিতে উপনীত হওয়া যে, তিনি তোমাকে অবশ্যই দেখছেন।” (সহিহ বোখারি, মুসলিম) আলিম গণের মতে, আল্লাহ তাআলা ও তাঁর সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উত্তমরূপে সম্পাদন করাই ইহসান।
এক কথায় বললে, ইহসান হলো সব রকমের সম্ভাব্য সদাচার।
ইহসানের প্রকারভেদ
ইহসানকে দু'টি শ্রেণিতে বিন্যস্ত করা হয়েছে। যেমন- ১। স্রষ্টার প্রতি ইহসান ২। সৃষ্টির প্রতি ইহসান ।
১. স্রষ্টার প্রতি ইহসান
বিশ্বজাহানের স্রষ্টা আল্লাহ তা'লার প্রতি ইহসান হলো তাঁর ইবাদতে আত্মনিয়োগ করা । আল্লাহ তায়ালা বলেন—
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
“আমি জিন ও মানুষ জাতিকে কেবল আমার ইবাদতের জন্যেই সৃষ্টি করেছি।” (সূরা আয-যারিয়াত ৫১: ৫৬) আল্লাহ তাআলার ইবাদতের অর্থ হলো তিনি যে কাজ করার নির্দেশ ও অনুমতি দিয়েছেন সেগুলো করা এবং যে সকল কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তা থেকে বিরত থাকা। সকল ক্ষেত্রে স্রষ্টার নির্দেশনানুযায়ী, যথার্থ ও যথোপযুক্তভাবে কাজ সম্পাদনই ইহসান ।
২. সৃষ্টির প্রতি ইহসান
সৃষ্টির প্রতি ইহসান মূলত স্রষ্টার প্রতি ইহসানেরই অংশ বিশেষ। কেননা আল্লাহর নির্দেশেই এ ইহসান সম্পন্ন হয়। পিতা- মাতা, আত্মীয়-স্বজন, প্রতিবেশি, দুস্থ, নিরন্ন ও বিপদগ্রস্ত মানুষ এবং পশুপাখি, গাছ-পালা, পরিবেশ ও প্রকৃতির প্রতি সযত্ন মানসিকতা পোষণ এবং আল্লাহ অনুমোদিত আচরণ প্রদর্শনই সৃষ্টির প্রতি ‘ইহসান' ।
মহানবি (স.) বলেন, “পৃথিবীর সব কিছুর প্রতি রহম কর, আকাশবাসীরা তোমাদেরকে রহম করবে।” (জামি তিরমিযি)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions