Home » » বাংলাদেশের ভৌগোলিক অবস্থান

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান

১. ভৌগোলিক পরিচয় (Geographical Identity) : বাংলাদেশ ২০°৩৪ উত্তর থেকে ২৬°৩৮ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১ পূর্ব থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমা'র মধ্যে অবস্থিত দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র দেশ। মোট আয়তন হলো ৫৬,৯৭৭ বর্গমাইল বা ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের প্রায় মাঝখান দিয়ে অতিক্রম করায় দেশটি ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের তিনদিকে রয়েছে ভারত, দক্ষিণ-পূর্ব দিকে মায়ানমার (বার্মা), দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার, উত্তরে কুচবিহার, মেঘালয় ও আসাম এবং পূর্বদিকে মিজোরাম, ত্রিপুরা ও আসাম। তাই বলা যায় ভারতের বৃহত্তর সীমানা বেষ্টিত হলো বাংলাদেশ।

২. সীমানা রেখা (Boundary Line) : বাংলাদেশের মোট সীমানা হলো ৫১৩৮ কিলোমিটার।* এর মধ্যে স্থলসীমা ৪৪২৭ কিলোমিটার এবং সমুদ্রসীমা ৭১১ কিলোমিটার। ভারতের সাথে মোট স্থল সীমানা দৈর্ঘ্য ৪১৫৬ কিলোমিটার। মায়ানমারের সাথে সীমানা দৈর্ঘ্য হলো ২৭১ কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা হলো ১২ নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।*১ এ ছাড়াও চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশের সব প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের সার্বভৌমত্বের অধিকার বাংলাদেশের। সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির ফলে বঙ্গোপসাগরে ১,১৮,৮১৩ বর্গ কি. মি. অঞ্চলে বাংলাদেশের নিরঙ্কুশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে।

৩. জনসংখ্যা (Population) : ২০০১ সালের শুমারি অনুযায়ী জনসংখ্যা ১৩ কোটি যা ২০১১ সালে ১৫.১৭ কোটিতে উন্নীত হয়। ২০১৫-১৬ (সাময়িক প্রাক্কলন) অনুযায়ী জনসংখ্যা ১৫.৯৯ কোটি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১০৬৩ জন।*২ স্থূল জন্মহার (প্রতি ১০০০ জনে) ১৮.৯ এবং স্থূল মৃত্যুহার ৫.২ (প্রতি হাজারে); শিশু মৃত্যুহার (প্রতি হাজার জীবিত জন্মে-এক বছরের কম) ৩০ জন।*৩ জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর নবম। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান এবং জাপানের পরই বাংলাদেশের অবস্থান।

৪. প্রতিবেশী দেশ (Neighbouring Country) : বাংলাদেশের প্রতিবেশী দেশ হলো ভারত, মায়ানমার (বার্মা), নেপাল, ভুটান এবং শ্রীলংকা ।

৫. ধর্ম (Religions) : বাংলাদেশের অধিবাসীদের অধিকাংশই মুসলমান। মোট জনসংখ্যার প্রায় ৮৯.৫% মুসলমান, ৯.৬% হিন্দু, বাকি ০.৯% বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী । 

৬. ভাষা (Language) : বাংলাদেশের রাষ্ট্রভাষা একমাত্র বাংলা। তবে সীমিতভাবে স্কুল-কলেজ এবং উচ্চ শিক্ষায় ইংরেজি ভাষা ব্যবহারের প্রচলনও রয়েছে। এছাড়া আংশিকভাবে অফিস-আদালতেও ইংরেজির প্রচলন লক্ষ করা যায়।

৭. উপজীবিকা (Occupation) : কৃষিকার্য বাংলাদেশের অধিবাসীদের প্রধান উপজীবিকা। দেশের মোট শ্রমশক্তির ৪৭.৩০ ভাগ কৃষিক্ষেত্রে, বাকি ১৭.৬৪ ভাগ শিল্পে এবং সেবা খাতে ৩৫.০৬ ভাগ নিয়োজিত ।

৮. প্রশাসনিক বিভাগ (Administrative Division) : বাংলাদেশে বর্তমানে ৮টি প্রশাসনিক বিভাগ আছে। বিভাগসমূহ হলো টাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ। এ বিভাগসমূহের মধ্যে ৬৪টি জেলা, ৪৯০টি উপজেলা ও ৬০৫টি থানা, ৪,৫৭১টি ইউনিয়ন পরিষদ, ৫৯,৯৯০টি মৌজা, ৯০,২২৯টি গ্রাম, ১৩টি সিটি কর্পোরেশন ও ৩২৮টি পৌরসভা রয়েছে।

বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর বাংলাদেশের পরিবেশের উপর গভীরভাবে প্রভাব বিস্তার করেছে। দেশটির উপর দিয়ে অসংখ্য নদনদী বয়ে গিয়েছে। বাংলাদেশের ভূমিরূপ উত্তর হতে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হওয়ায় এসব নদ-নদী, উপনদী, শাখা নদীগুলো উত্তর দিক হতে দক্ষিণে বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত হয়েছে। উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাংশের পাহাড়িয়া অংশ ব্যতীত সমগ্র বাংলাদেশ এসব নদ-নদীর পলল দ্বারা গঠিত সমভূমি। এছাড়া দক্ষিণে প্রবাহিত নদ-নদীসমূহের বয়ে নিয়ে যাওয়া পলি দ্বারা বাংলাদেশের সমুদ্রসীমানায় নতুন নতুন চর জেগে ওঠার ফলে ক্রমাগত দেশের আয়তন বৃদ্ধির সম্ভাবনাও দেখা দিয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *