Home » » আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে

আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে

আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে

আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা: 

বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় যতই শীর্ষে অবস্থান করুক কোনো ব্যক্তি বা দেশ একা তার প্রয়োজনীয় সকল দ্রব্য সংস্থান করতে পারে না। অন্য ব্যক্তি বা দেশের উৎপাদিত পণ্য-সেবা তার নিজের অস্তিত্ব রক্ষা এবং উন্নয়নের জন্য প্রয়োজন। এ ধারণা হতেই আন্তর্জাতিক বিনিময় ব্যবস্থা তথা বাণিজ্যের সূত্রপাত হয়। দেশের সীমানা পেরিয়ে দু বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য ও সেবার বিনিময় সম্পন্ন হলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে । বিশ্বের কোনো একটি দেশের সাথে অন্য কোনো দেশের বা একাধিক দেশের বৈধ প্রক্রিয়ায় যে বাণিজ্য চলে, তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। অন্যভাবে বলা যায়, International trade is the exchange of goods or resources among the countries. অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে দ্রব্য ও সম্পদের বিনিময়কে আন্তর্জাতিক বাণিজ্য বলে। প্রাচীনকাল হতেই ইউরোপের বণিকেরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কলোনী স্থাপন করে ব্যবসা-বাণিজ্য শুরু করে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর চলমান আন্তর্জাতিক বাণিজ্যের প্রকৃতি পরিবর্তন হয়, গতি ও আওতা বৃদ্ধি পায়। মূলত তখন হতেই পৃথিবীর বিভিন্ন দেশে নতুন নতুন প্রয়োজনীয় পণ্য ও উৎপাদন কৌশল আদান প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *