Home » » টেকসই উন্নয়ন কি

টেকসই উন্নয়ন কি

টেকসই উন্নয়ন কি

যে উন্নয়ন ভবিষ্যত প্রজন্মের উন্নয়ন চাহিদার কোন ধরণের ক্ষতি না করে বর্তমান উন্নয়ন চাহিদা পূরণ করতে পারে, সে ধরণের উন্নয়নকে টেকসই উন্নয়ন বলে। জাতিসংঘ কর্তৃক ১৯৮৭ সনে পরিবেশ ও উন্নয়ন বিষযে প্রকাশিত প্রতিবেদনে টেকসই উন্নয়নে দুটি মূল ধারণার কথা বলা হয়েছে।

১. দরিদ্র শ্রেণির অত্যাবশ্যকীয় প্রয়োজন মেটানো।

২. পরিবেশ সুরক্ষায় যৌক্তিক প্রযুক্তি ব্যবহার।

বর্তমানে টেকসই উন্নয়ন বলতে এক কথায় সামাজিক সম্পৃক্তকরণ এবং পরিবেশ সম্মত অর্থনৈতিক উন্নয়নকে বুঝায় ।


টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা :

টেকসই উন্নয়ন হল ভবিষ্যত আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। পরিবর্তনশীল পৃথিবীতে ক্ষমতা এবং বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয়ে ‘রূপান্তরিত আমাদের পৃথিবী: ২০৩০ সালের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)' শিরোনামে প্রস্তাবনা গৃহীত হয়েছে। জাতিসংঘের সদর দপ্তরে ২০১৬ সালের ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর তিনদিন ব্যাপী বিশ্ব সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সব লক্ষ্যমাত্রা অনুমোদিত হয়েছে। এসব লক্ষ্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) কে প্রতিস্থাপন করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। 

নিম্নে টেকসই উন্নয়নের ১৭টি লক্ষ্যমাত্রা আলোচনা করা হল:

১ । দারিদ্র বিমোচন : সর্বত্র এবং সবধরণের দারিদ্র দূরীকরণ।

২। ক্ষুধামুক্তি : ক্ষুধা দূরীকরণ, খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টি অর্জন এবং টেকসই কৃষি ব্যবস্থা চালু করণ।

৩। সুস্বাস্থ্য ও কল্যাণ : স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিতকরণ জাতি, ধর্ম ও বয়স নির্বিশেষে সকলের জন্য কল্যাণ বৃদ্ধি । 

৪। মানসম্মত শিক্ষা : মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং সকলের জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ আইন।

৫। লিঙ্গ সমতা : লিঙ্গ সমতা অর্জন ও সকল নারী ও কন্যা শিশুর মর্যাদা নিশ্চিতকরণ।

৬। বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন : সবার জন্য পানি ও পয়ঃনিষ্কাশনের সুযোগ সৃষ্টি ও এর টেকসই ব্যবস্থাপনা। 

৭। টেকসই জ্বালানি : সবার জন্য ব্যয় সাধ্য, নির্ভরযোগ্য জ্বালানি সৃষ্টি ও এর টেকসই ব্যবস্থাপনা।

৮। অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থনৈতিক প্রবৃদ্ধি, পূর্ণকালীন ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং ভালো কাজের নিশ্চয়তা বিধান । 

৯ । শিল্প উদ্ভাবন ও উন্নত অবকাঠামো : দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণ, অন্তর্ভূক্তিমূলক এবং টেকসই শিল্পায়ন ও উদ্ভাবনকে উৎসাহিত করা ।

১০। বৈষম্য হ্রাসকরণ : দেশের অভ্যন্তরে এবং বিভিন্ন দেশের মধ্যকার বৈষম্য দূর করা।

১১। টেকসই শহর : শহরে নিরাপদ, দীর্ঘস্থায়ী ও টেকসই বাসস্থান নির্মাণ করা ।

১২। সম্পদের দায়িত্বশীল ব্যবহার : টেকসই ভোগ ও উৎপাদন নিশ্চিত করা।

১৩। জলবায়ু পরিবর্তন প্রতিরোধ : জলবায়ুর পরিবর্তন ও প্রভাব মোকাবেলায় জরুরিভিত্তিতে পদক্ষেপ গ্রহণ।

১৪। সমুদ্রের সুরক্ষা : টেকসই উন্নয়নের জন্য মহাসাগর, সাগর এবং সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার।

১৫। ভূমির সুরক্ষা : টেকসই বন ব্যবস্থাপনা,মরুকরণ রোধ করা, ভূমিক্ষয় রোধ এবং জীব বৈচিত্র্যের ক্ষতিসাধন বন্ধ করা।

১৬। শান্তি ও ন্যায়বিচার : টেকসই উন্নয়নের লক্ষ্যে শান্তিপূর্ণ ও অন্তর্ভূক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা। সকলের জন্য ন্যায় বিচারের সুযোগ সৃজন।

১৭। লক্ষ্য অর্জনের জন্য অংশিদারিত্ব : টেকসই উন্নয়ন বাস্তবায়নের উপায়সমূহ শক্তিশালী করা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বৈশ্বিক উন্নতি করা।


টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সক্ষমতা

জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্বজুড়ে উন্নয়নের লক্ষ্যে গ্রহণ করেছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। বাংলাদেশসহ ১৯৩টি দেশ পনেরো বছর মেয়াদি ১৭টি টেকসই উন্নয়ন অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে । ২০৩০ সালের মধ্যে শুধুমাত্র টেকসই বিশ্ব নয় বরং সমৃদ্ধি, সমতা ও সুবিচারের দিক থেকে ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বৈশ্বিক উন্নয়নের একটি নতুন এজেন্ডা ।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার পূর্বে জাতিসংঘের সাধারণ পরিষদ হতে ২০০০ সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) হাতে নেয়া হয়। ২০১৫ সালে শেষ হওয়া এমডিজি অর্জনে বাংলাদেশের সফলতা বেশ উল্লেখযোগ্য। বাংলাদেশ এমডিজি'র যেসব খাতে সফল হয়েছে সেগুলো হল দারিদ্র বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা এবং লিঙ্গভিত্তিক সমতা। এই সফলতাকে ধরে রাখার জন্য প্রয়োজন এসডিজির সফল বাস্তবায়ন। কেননা ২০১৬ থেকে ২০৩০ মেয়াদে এসডিজির ১৭টি লক্ষ্যের উদ্দেশ্য হলো : দারিদ্র দূরীকরণ, খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান উন্নয়ন, স্বাস্থ্যমান অর্জন, মানসম্পন্ন শিক্ষার সুযোগ সৃষ্টি, নারীর সর্বজনীন ক্ষমতায়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা। এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। এসডিজির লক্ষ্যসমূহের মধ্যে অভ্যন্তরীণ উন্নয়ন যেমন আছে, তেমনি বৈশ্বিক অংশীদারিত্বের স্থিতিশীলতা আনার কর্মসূচিও আছে। জীব বৈচিত্র্যের ক্ষতি কমানো থেকে শুরু করে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সমাজ বিনির্মাণ করা কিংবা সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা, সকল স্তরে কার্যকর, জবাবদিহি ও অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা প্রভৃতি বিষয়সমুহ এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিবে। সরকারি এবং বেসরকারি পর্যায়ের সহযোগিতা এবং ২০৩০ সালের মধ্যে প্রনীতব্য উন্নয়ন পরিকল্পনা ও তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সমন্বয় সাধন করে এসডিজি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে পারলে বাংলাদেশ অবশ্যই সফল হবে।


টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কিছু প্রস্তাবনা:

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কিছু প্রস্তাবনা রয়েছে। নিম্নে আলোচনা করা হল:

১। সরকারি কর্মকর্তাদের পরিবেশ ও টেকসই উন্নয়ন সম্পর্কে উপযুক্ত প্রশিক্ষণ দান ।

২। আধুনিক সতর্ককারী ব্যবস্থা চালু করে আবহাওয়াজণিত বিপর্যয় থেকে উপকূলীয় মানুষকে নিরাপত্তা দান ।

৩। গণসচেতনতা তৈরি করতে সুশীল সমাজের উদ্যোগী ভূমিকা নিশ্চিত করা ।

৪। শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে কোর্স চালু করে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

৫। জলবায়ু সমস্যা সমাধানের জন্য জাতীয় পরিকল্পনা গ্রহণ করতে হবে।

৬। বিকল্প জ্বালানি ও প্রযুক্তি উৎপাদন এবং ব্যবহার করতে হবে।

৭। টেকসই উন্নয়নের জন্য জাতীয় বাজেট বরাদ্দ রাখতে হবে।

৮। সমুদ্র তীরবর্তী এলাকায় স্থায়ী অবকাঠামো নির্মাণ করতে হবে।

৯। গ্রীণ হাউস গ্যাস নির্গমন করে এরূপ যানবাহন বন্ধ করার জন্য কর আরোপ করতে হবে। 

১০। সৌরশক্তি, বায়ুকল এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করা ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

অফিস/বেসিক কম্পিউটার কোর্স

এম.এস. ওয়ার্ড
এম.এস. এক্সেল
এম.এস. পাওয়ার পয়েন্ট
বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং
ই-মেইল ও ইন্টারনেট

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ৪দিন)
রবি+সোম+মঙ্গল+বুধবার

কোর্স ফি: ৪,০০০/-

গ্রাফিক ডিজাইন কোর্স

এডোব ফটোশপ
এডোব ইলাস্ট্রেটর

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ওয়েব ডিজাইন কোর্স

এইচটিএমএল ৫
সিএসএস ৩

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ভিডিও এডিটিং কোর্স

এডোব প্রিমিয়ার প্রো

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৯,৫০০/-

ডিজিটাল মার্কেটিং কোর্স

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এসইও, গুগল এডস, ইমেইল মার্কেটিং

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ১২,৫০০/-

অ্যাডভান্সড এক্সেল

ভি-লুকআপ, এইচ-লুকআপ, অ্যাডভান্সড ফাংশনসহ অনেক কিছু...

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৬,৫০০/-

ক্লাস টাইম

সকাল থেকে দুপুর

১ম ব্যাচ: সকাল ০৮:০০-০৯:৩০

২য় ব্যাচ: সকাল ০৯:৩০-১১:০০

৩য় ব্যাচ: সকাল ১১:০০-১২:৩০

৪র্থ ব্যাচ: দুপুর ১২:৩০-০২:০০

বিকাল থেকে রাত

৫ম ব্যাচ: বিকাল ০৪:০০-০৫:৩০

৬ষ্ঠ ব্যাচ: বিকাল ০৫:৩০-০৭:০০

৭ম ব্যাচ: সন্ধ্যা ০৭:০০-০৮:৩০

৮ম ব্যাচ: রাত ০৮:৩০-১০:০০

যোগাযোগ:

আলআমিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

৭৯৬, পশ্চিম কাজীপাড়া বাসস্ট্যান্ড,

[মেট্রোরেলের ২৮৮ নং পিলারের পশ্চিম পাশে]

কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

মোবাইল: 01785 474 006

ইমেইল: alamincomputer1216@gmail.com

ফেসবুক: facebook.com/ac01785474006

ব্লগ: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল *

বার্তা *