Home » » ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য কি

ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য কি

ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য কি

বর্তমান বিশ্ব অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আঞ্চলিক সংস্থাগুলোর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সাধারণ ও স্বতন্ত্র বাণিজ্য নীতি পরিচালনার ক্ষমতা রয়েছে। ইইউ ইউরোপ মহাদেশের ২৮টি দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিক সাহায্য, উন্নয়ন সহযোগিতা এবং মানবতাধর্মী কাজে সাহায্যসহ প্রভৃতি ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের ভূমিকা প্রশংসনীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে। ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSC- European Coal and Steel Community) গঠিত হয়, যা ইউরোপিয় ফেডারেশনের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে ‘রোম চুক্তি' স্বাক্ষরিত হয়। এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে ইইসি (EEC- European Economic Community) এবং ইউরোটম (Euratom) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ইইসি একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়। ১৯৬৫ সালে সম্পাদিত ‘ব্রাসেলস চুক্তি’ সংগঠনটিকে ইসিতে (EC - European Community) রূপান্তরিত করে। ১৯৯১ সালে স্বাক্ষরিত ‘ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে ইসি রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন (EU- European Union) হিসেবে প্রতিষ্ঠা পায়। ইউরোপিয়ান ইউনিয়ন এর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নের অভিন্ন মুদ্রা ‘ইউরো’।


ইউরোপিয়ান ইউনিয়নের গঠন

১৯৫১ সালে ইউরোপের রাষ্ট্রগুলো যখন অর্থনৈতিকভাবে একত্রিত হওয়ার চেষ্টা করেছিল তখন কেবল বেলজিয়াম, জার্মানী, ফ্রান্স, ইতালি, লুক্সেমবার্গ এবং নেদারল্যাণ্ডস্ অংশ গ্রহণ করেছিল। সময়ের ধারায় অনেক রাষ্ট্র এ সংস্থায় যোগদানের সিদ্ধান্ত নেয়। ১ জুলাই, ২০১৩ সালে ক্রোয়েশিয়ার সংযোজনের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৮টিতে উন্নীত হয়েছে। প্রতিষ্ঠাকালীন ৬টি সদস্য রাষ্ট্র ব্যতীত অন্য ২২টি রাষ্ট্র হল- ডেনমার্ক, আয়ারল্যান্ড, ব্রিটেন, গ্রিস, পর্তুগাল, স্পেন, অস্ট্রিয়া, ফিনল্যাণ্ড, সুইডেন, পোল্যাণ্ড, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, স্লোভাকিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া, মাল্টা, সাইপ্রাস, বুলগেরিয়া, রুমানিয়া ও ক্রোয়েশিয়া। ২০১৬ সালে এক গণভোটের মাধ্যমে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। 

ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে:

i. ইউরোপিয়ান কাউন্সিল

ii. ইউরোপিয়ান পার্লামেন্ট

iii. ইউরোপিয়ান কমিশন

iv. ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস

v. ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক

vi. দি কোর্ট অব অডিটরস


ইউরোপিয়ান ইউনিয়নের লক্ষ্য ও উদ্দেশ্য

ইউরোপিয়ান ইউনিয়নের সনদ অনুযায়ী এ প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরূপ-

i. পারস্পরিক স্বার্থে উল্লেখযোগ্য হারে শুল্ক হ্রাসের মাধ্যমে নিজেদের উৎপাদিত পণ্যের জন্য সাধারণ ও সুলভ বাজার সৃষ্টি ।

ii. সদস্য রাষ্ট্রসমূহের বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নতি সাধন।

iii. প্রয়োজনে কিছু ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করে বাণিজ্যিক ভারসাম্য প্রতিষ্ঠা করা।

iv. একক মুদ্রা ব্যবস্থার মাধ্যমে আন্ত:মহাদেশীয় ব্যবস্থা গড়ে তোলা।

v. সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে আর্থ-সামাজিক ও আঞ্চলিক সংযোগ ও ঐক্য সুদৃঢ় করা ।

vi. নারী ও পুরুষের সমতা প্রতিষ্ঠা করা ।

vii. রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সাধারণ ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক সংলাপ ও পরামর্শ করা।

viii. ইউরোপের সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষা ও সমৃদ্ধ করা।

ix. শিশুদের অধিকার রক্ষা এবং বিভিন্ন প্রজন্মের মধ্যে সংহতি বৃদ্ধি করা।

x. ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর নাগরিকদের কল্যাণ নিশ্চিত করা ।

xi. নাগরিকদের জন্য অভ্যন্তরীণ বিরোধহীন, নিরাপদ ও ন্যায়সঙ্গত অঞ্চল গড়ে তোলা, যেখানে তাঁরা অবাধে চলাচল করতে পারবে।

xii. সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস স্থাপন ও আত্মরক্ষার কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।

পরিশেষে বলা যায়, ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপকে ঐক্যবদ্ধকরণের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে। ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপ তথা সারা বিশ্বের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রেও প্রভাব বিস্তার করছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

অফিস/বেসিক কম্পিউটার কোর্স

এম.এস. ওয়ার্ড
এম.এস. এক্সেল
এম.এস. পাওয়ার পয়েন্ট
বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং
ই-মেইল ও ইন্টারনেট

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ৪দিন)
রবি+সোম+মঙ্গল+বুধবার

কোর্স ফি: ৪,০০০/-

গ্রাফিক ডিজাইন কোর্স

এডোব ফটোশপ
এডোব ইলাস্ট্রেটর

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ওয়েব ডিজাইন কোর্স

এইচটিএমএল ৫
সিএসএস ৩

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ভিডিও এডিটিং কোর্স

এডোব প্রিমিয়ার প্রো

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৯,৫০০/-

ডিজিটাল মার্কেটিং কোর্স

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এসইও, গুগল এডস, ইমেইল মার্কেটিং

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ১২,৫০০/-

অ্যাডভান্সড এক্সেল

ভি-লুকআপ, এইচ-লুকআপ, অ্যাডভান্সড ফাংশনসহ অনেক কিছু...

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৬,৫০০/-

ক্লাস টাইম

সকাল থেকে দুপুর

১ম ব্যাচ: সকাল ০৮:০০-০৯:৩০

২য় ব্যাচ: সকাল ০৯:৩০-১১:০০

৩য় ব্যাচ: সকাল ১১:০০-১২:৩০

৪র্থ ব্যাচ: দুপুর ১২:৩০-০২:০০

বিকাল থেকে রাত

৫ম ব্যাচ: বিকাল ০৪:০০-০৫:৩০

৬ষ্ঠ ব্যাচ: বিকাল ০৫:৩০-০৭:০০

৭ম ব্যাচ: সন্ধ্যা ০৭:০০-০৮:৩০

৮ম ব্যাচ: রাত ০৮:৩০-১০:০০

যোগাযোগ:

আলআমিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

৭৯৬, পশ্চিম কাজীপাড়া বাসস্ট্যান্ড,

[মেট্রোরেলের ২৮৮ নং পিলারের পশ্চিম পাশে]

কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

মোবাইল: 01785 474 006

ইমেইল: alamincomputer1216@gmail.com

ফেসবুক: facebook.com/ac01785474006

ব্লগ: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল *

বার্তা *