ডালিম এর উপকারিতা
ডালিম এর ইংরেজি নাম: Pomegranate
ডালিম এর বৈজ্ঞানিক নাম: Punica granatum
ডালিম এর পুষ্টিগুণ: এটি যথেষ্ট পুষ্টিকর আয়রণ ও ক্যালসিয়াম সমৃদ্ধ ফল । এতে ভিটামিন ‘সি’ রয়েছে।
ডালিম এর ওষধিগুণ: ডালিমের রস কুষ্ঠরোগের উপকারে আসে। গাছের বাকল, পাতা, অপরিপক্ক ফল এবং ফলের খোসার রস পাতলা পায়খানা, আমাশয় ও রক্তক্ষরণ বন্ধ করে ।
ডালিম এর জাত: বাংলাদেশে ডালিমের কোনো অনুমোদিত জাত নেই । ডালিমের বিখ্যাত জাতের মধ্যে স্পেনিস রুবি, ওয়ান্ডারফুল, মাসকেট রেড উল্লেখযোগ্য ।
ডালিম এর উৎপাদন এলাকা: বাংলাদেশের সর্বত্রই বসতবাড়িতে এর চাষ হয় । রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর এ বেশি উৎপন্ন হয় ৷
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions