বেকারত্বের প্রভাব
বেকার সমস্যার বিরূপ প্রভাব অত্যন্ত ব্যাপক, সুদূরপ্রসারী এবং দীর্ঘস্থায়ী। বেকারত্ব বাংলাদেশের অন্যতম মৌল সমস্যা। পরিকল্পিত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান অন্তরায় বেকারত্ব। বেকারত্ব কর্মক্ষম জীবন ও মানবতার অবমাননা, সমাজজীবনের অভিশাপ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান অন্তরায়।
বেকারত্বের ব্যাপক ও সুদূরপ্রসারী বিরূপ প্রভাবগুলো আলোচনা করা হলো:
১. একজন বেকার ব্যাক্তি বেকারত্বের ফলে সামঞ্জস্যহীনতার শিকার হয়ে আত্ম-মর্যাদাহীন এবং প্রতিনিয়ত হতাশা ও ব্যর্থতার সম্মুখীন হয়।
২. বেকারত্ব ব্যক্তির পারিবারিক জীবনে বিশৃঙ্খলা বয়ে আনে। উপার্জনক্ষম সদস্য যদি বেকার হয়ে পড়ে তাহলে পরিবারের নির্ভরশীল সদস্যরা অনিশ্চিতার সম্মুখীন হয়।
৩. বেকারত্ব সামাজিক বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায়। বেকারত্বের কারণে ব্যক্তি সমাজ নির্ধারিত জীবনমান বজায় রাখতে না পেরে সমাজবিরোধী আচরণে জড়িয়ে পড়ে।
৪. বেকারত্বের প্রভাবে বাংলাদেশের উৎপাদন ক্ষমতা ও জাতীয় আয় আশানুরূপ বৃদ্ধি পাচ্ছে না।
৫. বেকারত্ব কর্মক্ষম মানুষের মধ্যে হতাশা ও ব্যর্থতার জন্ম দেয়। বেকারত্বজনিত হতাশার প্রভাবে মানুষ সমাজের প্রতি বিদ্বেষভাবাপন্ন হয়ে ওঠে, যা সামাজিক সংঘাত ও কলহ সৃষ্টি করে।
৬. বেকারত্বের শিকার বাংলাদেশের শিক্ষিত যুবসমাজ হতাশাগ্রস্ত হয়ে নিজেদের গঠনমূলক ও সৃজনশীল কাজে নিয়োজিত করতে পারছে না ।
৭. বেকারত্বের ফলে কর্মক্ষম ব্যক্তি বৈধ উপায়ে মৌলিক মানবিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে অবৈধ উপায় অবলম্বন করতে বাধ্য হয় যা সামাজিক সমস্যা উদ্রেক করে।
৮. দাম্পত্যকলহ, বিবাহবিচ্ছেদ, আত্মহত্যা প্রভৃতি পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা সৃষ্টির ক্ষেত্রে বেকারত্ব অনুঘটক হিসেবে কাজ করে ।
৯. বেকারত্ব নির্ভরশীলতা বৃদ্ধি করছে। কর্মক্ষম নির্ভরশীল বেকার লোক সমাজের বোঝাস্বরূপ ।
১০. যোগ্যতাসম্পন্ন মানবসম্পদ উন্নয়নের অপরিহার্য পূর্বশর্ত। বেকারত্ব ফলে মানব সম্পদের অপচয় হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions