যৌতুকের প্রভাব
যৌতুক হৃদয়হীন, অমানবিক ও কলঙ্কিত সামাজিক অনাচার যা সর্বস্তরে বিরাজ করছে।
সমাজ জীবনে যৌতুকপ্রথার মারাত্মক প্রভাব তুলে ধরা হলো:
১. বাংলাদেশে আত্মহত্যা প্রবণতা সৃষ্টির সহায়ক যৌতুকপ্রথা। আত্মহত্যাকারী অধিকাংশই নারী এবং অধিকাংশ আত্মহত্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করা যায় দাম্পত্যকলহ ও নারী নির্যাতনকে। যৌতুকের দাবিকে কেন্দ্র করেই এসবের সৃষ্টি ।
২. নারীর সামাজিক মর্যাদা ও অধিকার লাভের প্রতিবন্ধকতা হচ্ছে যৌতুক। যৌতুকপ্রথা নারীকে হেয় করে ।
কেবল যৌতুকের লোভের বশবর্তী হয়ে অনেক ছেলে বিয়ে করে এবং বিয়ের অল্প কিছু দিন পরই দাম্পত্যকলহ শুরু হয় এবং এর পরিণামে নারীদের অহরহ নির্যাতন সইতে হয়।
৪. যৌতুকের লোভে গ্রামাঞ্চলে বাল্যবিবাহ ও বর-কনের বয়সের অসাদৃশ্যপূর্ণ বিয়ে সংঘটিত হয়। এটি জনসংখ্যা বৃদ্ধির সহায়ক ও সন্তানের সামাজিকীকরণের অন্তরায় হিসেবে কাজ করে।
৫. অনেক ক্ষেত্রে পরিলক্ষিত হয়, কন্যাদায়গ্রস্ত দরিদ্র ও নিম্নবিত্ত পিতামাতা যৌতুকের দাবি মেটাতে গিয়ে যথাসর্বস্ব বিক্রি করে দুঃস্থ ও নিঃস্ব হয়ে জীবনযাপন করে।
৬. যৌতুকের দাবিকে কেন্দ্র করে পরিবারে শান্তি মারাত্মকভাবে ব্যাহত হয় । দাম্পত্যকলহ, স্ত্রী নির্যাতন, বিবাহবিচ্ছেদ এমনকি স্ত্রী হত্যা প্রায়শই ঘটে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions