জলবায়ু পরিবর্তন কি
বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন বা climate change পদবাচ্যটি বহুলভাবে ব্যবহৃত হয়। শিল্পবিপ্লবের পর থেকে অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানী ব্যবহারের ফলে বায়ুমন্ডলে ওজনস্তর ক্ষয় ও আল্ট্রাভায়োলেট রশ্মির বর্ধিত হারে ভূ-পৃষ্ঠে অধিগ্রহণের কারণে তাপমাত্রা বৃদ্ধি আধুনিকালে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনার মূল বিষয়বস্তু। জলবায়ু পরিবর্তন হলো বহুকালব্যপী আবহাওয়ার বণ্টনের পরিসংখ্যানগত পরিবর্তন যা কয়েক দশক হতে অনেক লক্ষ বছর হতে পারে। এই পরিবর্তন আবহাওয়ার গড় অবস্থা অথবা আবহাওয়ার উপাদানসমূহের বণ্টনের মধ্যে হতে পারে। অর্থাৎ গড় বৃষ্টিপাত অথবা গড় তাপমাত্রার পরিবর্তন কিংবা সামগ্রিক আবহাওয়ার বৈশিষ্ট্যের পরিবর্তন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ প্রদত্ত সংজ্ঞাতে বলা হয়েছে, “তুলনাযোগ্য সময়ের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের কার্যাবলী বৈশ্বিক বায়ুমন্ডলীয় মিশ্রণে যে পরিবর্তন ঘটায় এবং যা প্রাকৃতিকভাবে জলবায়ুগত তারতম্য হিসেবে পর্যবেক্ষিত হয় তা জলবায়ুগত পরিবর্তন নামে অভিহিত (A change of climate which is attributed directly or indirectly to human activity that alters the composition of global atmosphere and which is in addition to natural climate variability observed over comparable time period)।” অর্থাৎ জলবায়ু পরিবর্তন হলো জলবায়ু পদ্ধতির পরিসংখ্যানগত বিষয়াবলীর মধ্যে পরিবর্তন যা বহুদশক কিংবা তারও বেশি সময়ের ক্ষেত্রে বিবেচ্য এবং সুনির্দিষ্ট কারণ যেখানে অবহেলিত। পরিসংখ্যানগত বিষয়াবলীর মধ্যে গড় তাপমাত্রা অথবা সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য, বৃষ্টিপাতের নিবিড়তা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুচাপ ইত্যাদিকে বুঝায়। উদাহরণ হিসেবে বলা যায়, বিগত কয়েক দশকে বাংলাদেশে বৃষ্টিপাতের বৈশিষ্ট্যে পরিবর্তন এসেছে এবং ষড় ঋতুর বৈশিষ্ট্য লোপ পেয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions