সামাজিক প্রতিষ্ঠান কি
সামাজিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠান সামাজিক নিয়ন্ত্রণ, ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, সমস্যা সমাধান, মানুষের প্রয়োজন ও চাহিদা পূরণ প্রভৃতি ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে। সামাজিক প্রতিষ্ঠান মূলত সমাজদেহের কার্যনির্বাহী অঙ্গ। সামাজিক প্রতিষ্ঠান বলতে সাধারণত কোনো স্থায়ী কাঠামো বা সংগঠনকে বোঝায়। যেমন- পরিবার, রাষ্ট্র ইত্যাদি। আবার অন্য অর্থে, সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সমাজের প্রচলিত অনুষ্ঠান, রীতি বা কর্মপদ্ধতি। যেমন- বিবাহ, সরকার প্রভৃতি ।
সমাজবিজ্ঞানী Sumner and Keller (১৯৮৩) তাঁদের “An Introduction to the Science of Society” গ্রন্থে বলেন, “প্রতিষ্ঠান হলো এমন এক সক্রিয় ব্যবস্থা যা সামাজিক রীতিনীতি ও লোকাচারকে কেন্দ্র করে গড়ে উঠেছে (An institution is a vital interest or activity which surrounded by a cluster of mores and folkyays.) " সামাজিক প্রতিষ্ঠানের ধারণায় H. E. Barnes (১৯৪২) তাঁর “Social Institution” গ্রন্থে বলেন, “সামাজিক প্রতিষ্ঠান হলো সামাজিক কাঠামো ও যন্ত্রস্বরুপ যার মাধ্যমে মানবসমাজ সংগঠিত ও পরিচালিত হয় এবং প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ধরনের কার্যকলাপ সম্পাদন করে (Social institutions are social structure and machinery through which human society organizes, directs and excutes the multifarious activities required to satisfy human needs.)।” সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজের সংজ্ঞানুযায়ী, “প্রতিষ্ঠান হচ্ছে সেসব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি, যার মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়।”
উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে সমাজ কর্তৃক প্রবর্তিত ও অনুমোদিত এমন এক নিয়ম বা পদ্ধতি যা মানুষের আচার-আচরণ ও পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণের মাধ্যমে সমাজজীবনে শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ সৃষ্টি করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions