Home » » তেতুল ইংরেজি কি

তেতুল ইংরেজি কি

তেতুল

তেতুল ইংরেজি কি

তেতুল এর ইংরেজি নাম: Tamarind

তেতুল এর বৈজ্ঞানিক নাম: Tamarindus indica

তেতুল এর জাত: বারি তেঁতুল-১

তেতুল এর পুষ্টিগুণ: তেঁতুলে প্রচুর পরিমাণে শর্করা, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ ও ম্যাগনেসিয়াম রয়েছে ।

তেতুল-এর-পুষ্টিগুণ

তেতুল এর ঔষধিগুণ: তেঁতুল একটি জনপ্রিয় ভেষজ ফল। পেটের বায়ু, হাত-পা জ্বালায় তেঁতুলের শরবত উপকারী। তেঁতুলের কচি পাতা সিদ্ধ করে ঠান্ডা করে খেলে সর্দি ভালো হয় । তেঁতুলের টারটারিক এসিড থাকে, যা মানুষের হজমে সহায়তা করে । মাথা ব্যথা, ধুতরা ও কচুর বিষাক্ততা এবং অ্যালকোহলের বিষাক্ততা নিরাময়ে ফলের শাঁসের শরবত ব্যবহৃত হয় । এটা ব্যবহারে প্যারালাইসিস অঙ্গের অনুভূতি ফিরিয়ে আনে । গাছের ছালের চুর্ণ ব্যবহারে দাঁত ব্যথা, হাঁপানি, চোখ জ্বালা পোড়া নিরাময় হয় । এটা উচ্চরক্তচাপ কমায় ।

তেতুল এর উৎপাদন এলাকা: দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, বগুড়া ও গাজীপুর এলাকায় ভালো জন্মে। 

তেতুল এর ব্যবহার: চাটনি, আচার তৈরিতে ব্যবহৃত হয় ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *