Home » » পারিতোষিক কাকে বলে

পারিতোষিক কাকে বলে

পারিতোষিক কাকে বলে

পারিতোষিকের সংজ্ঞা (Definition of Compensation)

ইংরেজী “Compensation” শব্দটির আভিধানিক বাঙলা অর্থ পারিতোষিক। প্রতিষ্ঠানের কর্মীদের পারিশ্রমিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে Compensation শব্দটির ব্যবহার করা হয়। সাধারণ অর্থে, সেবা বা পরিশ্রমের পুরস্কারকে পারিতোষিক বলে । ব্যাপক অর্থে,প্রতিষ্ঠানের কোন কর্মী শ্রমের বিনিময়ে বেতন, ভাতা ও বোনাসসসহ যে সকল

আর্থিক সুযোগ-সুবিধা পেয়ে থাকে তাকে পারিতোষিক বলে। নিম্নে পারিতোষিকের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলোঃ

Werther ও Keith Davis –এর মতে, “প্রতিষ্ঠানের কর্মীর অবদানের জন্য বিনিময় হিসেবে গ্রহণ করে তাকে ক্ষতিপূরণ বলে।”

Ricky W. Griffin –এর মতে, “প্রতিষ্ঠান কর্তৃক তার কর্মীদের কাজের বিনিময়ে প্রদত্ত আর্থিক পারিশ্রমিক কে ক্ষতিপূরণ বলে।”

Edwin B. Flippo – এর মতে, “প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্মীরা যে প্রচেষ্টা গ্রহণ করেও অবদান রাখে তার ন্যায়সংগত পুরস্কৃতকরণকে পারিতোষিক বলে।”

উপরোক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের প্রদত্ত সেবার মূল্য বাবদ যে পারিশ্রমিক বা বেতন ও মজুরি প্রদান করা হয় তাকে পারিতোষিক বলা হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *