মজুরি কাকে বলে
মজুরী কি? (What is Wages?)
শ্রমিকদেরকে শ্রমের বিনিময়ে মালিক পক্ষ যে পারিশ্রমিক প্রদান করে তাকে মজুরী বলে। কিন্তু সকল প্রকার পারিশ্রমিককে মজুরী বলা হয় না। শুধুমাত্র উৎপাদন কার্যে নিয়োজিত শ্রমিকদেরকে কায়িক শ্রমের জন্য প্রদত্ত পারিশ্রমিককে মজুরী বলা হয়।
নিম্নে মজুরীর কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা উল্লেখ করা হলো :
অধ্যাপক বেনহাম বলেন, “চুক্তি অনুযায়ী নিয়োগকারী শ্রমিকদের তাদের কার্যের বিনিময়ে যে অর্থ প্রদান করে তাকে মজুরী
বলে।”
ডেল ইউডোর বলেন, “কর্মচারীরা নিয়োগকারীর যন্ত্রপাতি ব্যবহার করে দ্রব্য সামগ্রী উৎপাদন করে থাকে এবং বিনিময়ে যে পারিশ্রমিক পায় তাকে মজুরী বলে।”
কে. কে. ডোয়েট বলেন, “শ্রমিকের সেবার বিনিময়ে যা প্রদান করা হয় তাকেই মজুরী বলা হয় ।
এডউইন বি. ফ্লিপ্পো বলেন, “মজুরী বা পারিশ্রমিক বলতে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের নিমিত্তে শ্রমিকদের প্রচেষ্টা এবং অবদানের দরুণ তাদেরকে যথেষ্ট এবং ন্যায়সঙ্গতভাবে পুরস্কৃতকরণকে বুঝায়।”
J.E. Brown এবং H.A. Wolf-এর মতে “Wages are the payments made for the use of labour in production.” সুতরাং বলা যায় যে, যারা উৎপাদন কর্মকান্ডে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থেকে শারীরিক শ্রমের বিনিময়ে মালিক পক্ষ থেকে যে, পারিশ্রমিক পায় তাকেই মজুরী বলা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions