ব্যবস্থাপনা কি
The International Encyclopedia of Higher Education Vol-6 এ ব্যবস্থাপনার যে সংজ্ঞা দেয়া হয়েছে তাহল, “Management may be defined as the process of activating and integrating the capacities of an enterprise to attain optimum results with a minimum expenditure of resources.” অর্থাৎ স্বল্পতম সম্পদের সাহায্যে সর্বোত্তম ফলাফল পাবার লক্ষ্যে কোন প্রতিষ্ঠানের সামর্থকে কর্মোদ্দীপ্ত ও সমন্বিত করা।
ব্যবস্থাপনার মূলে রয়েছে ব্যক্তি বা personnel এবং উদ্দেশ্য হচ্ছে সর্বোত্তম ব্যক্তি বা কর্মী নিয়োগ এবং সর্বোত্তম ব্যক্তি বা কর্মীর নিকট থেকে সর্বাধিক ফল লাভ।
The World Book Encyclopedia, Vol- 8 এ বলা হয়েছে, “Management is the art and practice of managing a business or industry.... It may be described as "making do" or making the best of available resources." বস্তুতপক্ষে ব্যবসা, বাণিজ্য এবং শিল্পক্ষেত্রেই ব্যবস্থাপনা শব্দটির প্রথম আবির্ভাব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions