বক্তৃতা কি
বক্তৃতা (Speech)
মৌখিক যোগাযোগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বক্তৃতা। সাধারণত সভা, সেমিনার ইত্যাদির আয়োজনে তথ্য আদান-প্রদান এ মাধ্যমের কার্যকরী কৌশল। বক্তৃতা বলতে বিপুল সংখ্যক মানুষের সামণে মৌখিক বচন ব্যবহার করে তথ্য উপস্থাপন বা পরিবেশন করাকে বোঝায়। এর মাধ্যমে একজন বক্তা অনেক শ্রোতার সামনে তার নিজস্ব মতামত ও চিন্তা-ধারণা তুলে ধরতে পারেন। এটি এক ধরণের আনুষ্ঠানিক মৌখিক ভাষণ যা বক্তা সংবাদ শুনতে আগ্রহী শ্রোতাদের সামনে উপস্থাপন করে থাকে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions