বেকারত্ব কাকে বলে
বিশ্বব্যাপী এক সাধারণ সমস্যা বেকারত্ব। শিল্পোন্নত বা অনুন্নত সবদেশেই কম-বেশি বেকারত্ব বিরাজমান বেকারত্ব বিশ্বব্যাপী এক মানবিক, আর্থিক ও সামাজিক সমস্যা যার প্রভাবে সমাজে দেখা দেয় বহুমুখী সমস্যা। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা হলো বেকারত্ব। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে-সঙ্গে বেকারত্ব ক্রমান্বয়ে প্রসার লাভ করছে।
বেকারত্ব বলতে সাধারণভাবে মানুষের কর্মহীনতাকে বোঝানো হয়। কোনো ব্যক্তি যদি আয়-উপার্জনমূলক কোনো কর্মের সাথে সংশ্লিষ্ট না থাকে তবে ব্যক্তির ঐ অবস্থাকেই সাধারণ দৃষ্টিতে বেকারত্ব হিসেবে অভিহিত করা হয়। কিন্তু অনেক সময় ইচ্ছাকৃতভাবেও অনেকে কর্মহীন থাকতে পারে। ইচ্ছাকৃত বেকারত্বকে অর্থনীতিতে বেকারত্ব ধরা হয় না। আবার শারীরিক বা মানসিকভাবে কাজ করতে অক্ষমদের যেমন- শিশু, বৃদ্ধ, বিকলাঙ্গদের বেকার বলা যায় না। বেকার বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায়, যাতে কর্মক্ষম শ্রমিক বর্তমান মজুরিতে কর্মে ইচ্ছুক থাকা সত্ত্বেও কর্মে নিয়োগ লাভে সক্ষম হয় না।
কর্মক্ষম শ্রমিকের অনিচ্ছাকৃত কর্মহীনতাকে বেকারত্ব বলা হয়। সমাজকর্ম অভিধানের (১৯৯৫) সংজ্ঞানুযায়ী, “বেকারত্ব হলো এমন কর্মহীন অবস্থা, যে অবস্থায় কর্মক্ষম ব্যক্তি কর্মহীনতার প্রভাবে নিজের প্রয়োজনীয় অর্থনৈতিক চাহিদা স্বাধীনভাবে পূরণে অক্ষম হয়” ।
প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক পিগুর মতে, “যখন কর্মক্ষম লোকেরা যোগ্যতা অনুসারে, প্রচলিত মজুরির ভিত্তিতে কাজ করতে চায় অথচ কাজ না পাওয়ায়, তখন যে অবস্থার উদ্ভব হয়, সে অবস্থাকে বেকারত্ব বলা হয়।”
অর্থাৎ কর্ম লাভের স্পৃহা এবং কর্ম লাভের চেষ্টা চালিয়েও কর্মের সুযোগ লাভে ব্যর্থ হওয়ার ফলে সৃষ্ট সক্ষম ব্যক্তির কর্মহীন অবস্থাই বেকারত্ব ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions