Home » » অ্যাম্পিয়ার কাকে বলে

অ্যাম্পিয়ার কাকে বলে

অ্যাম্পিয়ার কাকে বলে

ফরাসি বিজ্ঞানী আঁদ্রে অ্যাম্পিয়ার (১৭৭৫-১৮৩৬)-এর নামানুসারে বিদ্যুৎ প্রবাহের এককের নাম দেয়া হয়েছে অ্যাম্পিয়ার। এমিটার নামক যন্ত্রে অ্যাম্পিয়ার এককে সরাসরি প্রবাহমাত্রা নির্ণয় করা হয়।

কোনো পরিবাহীর কোনো প্রস্থচেছদের মধ্য দিয়ে এক সেকেন্ডে ১ কুলম্ব চার্জ প্রবাহিত হলে ঐ পরিবাহীতে যে বিদ্যুৎ প্রবাহমাত্রার সৃষ্টি হয় তাকে এক অ্যাম্পিয়ার বলে।

∴ এক অ্যাম্পিয়ার = ১ কুলম্ব/১ সেকেন্ড

অ্যাম্পিয়ারের আন্তর্জাতিক সংজ্ঞা : শূন্যস্থানের এক মিটার দূরে অবস্থিত অসীম দৈর্ঘ্যের দুটি সমান্তরাল পরিবাহীর প্রত্যেকটিতে যে মাত্রার বিদ্যুৎ প্রবাহের ফলে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে ২×১০-৭ নিউটন বল সৃষ্টি হয় তাকে এক অ্যাম্পিয়ার বলে।

এক অ্যাম্পিয়ার = ১০ মিলি অ্যাম্পিয়ার = ১০ মাইক্রো অ্যাম্পিয়ার

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *