বিদ্যুৎ কি
পদার্থের অন্তর্নিহিত গঠনের কারণে দুটো বস্তুর ঘর্ষণের ফলে এক অদৃশ্য শক্তি উৎপন্ন হয়,উৎপন্ন এ অদৃশ্য শক্তিকে বিদ্যুৎ বলে। প্রত্যেক পদার্থ পরমাণু দ্বারা গঠিত। আর পরমাণুতে রয়েছে সমসংখ্যক ইলেকট্রন ও প্রোটন। ইলেকট্রন ধণাত্মক চার্জ এবং প্রোটন ধণাত্মক চার্জ বহন করে। দুটো বস্তুর ঘর্ষণের ফলে বস্তু দুটির ইলেকট্রনগুলো পরস্পরের সংস্পর্শে আসে। ফলে যে কোনো একটি হতে ইলেকট্রন ছুটে গিয়ে অন্যটিতে চলে যায়। যে বস্তু হতে ইলেকট্রন চলে যায়, সে বস্তু হয় ধণাত্মক অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি এবং যে বস্তুতে ইলেকট্রন চলে যায়, সে বস্তু হয় ঋণাত্মক অর্থাৎ ইলেকট্রনের আধিক্য। যেমন, কাঁচ দন্ডকে সিল্ক কাপড় দ্বারা ঘষলে কাঁচ দন্ডের ইলেকট্রন সিল্ক কাপড়ে চলে যায়। ফলে কাঁচ দন্ড হয় ধণাত্মক এবং সিল্ক কাপড় হয় ধণাত্মক সুতরাং ঘর্ষণের ফলে ধণাত্মক ও ঋণাত্মক চার্জ উৎপন্ন হয়। চার্জের সংজ্ঞা স্বরূপ বলা যেতে পারে যে এটা ইলেকট্রন বা প্রোটনের মৌলিক গুণ যার উপস্থিতিতে বস্তুতে অদৃশ্য বলের উদ্ভব ঘটে।
চার্জ বা বিদ্যুৎ-এর দুটি ধর্ম আছে। যথাআকর্ষণ ধর্ম : বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে।
বিকর্ষণ ধর্ম : সমজাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে।
আবার বিদ্যুৎকে দু'ভাগে ভাগ করা হয়। যথা : স্থির বিদ্যুৎ ও চল বিদ্যুৎ
স্থির বিদ্যুৎ
যে চার্জ বা আধান চলাচল না করে কোনো বস্তুতে আবদ্ধ থাকে তাকে স্থির বিদ্যুৎ বলে। স্থির বিদ্যুৎ কোনো কাজ করতে পারে না। তবে সুযোগ পেলে চার্জগুলো গতিশীল হয়। ঘর্ষণের ফলে আবেশ প্রক্রিয়ায় স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়।
চল বিদ্যুৎ
যখন চার্জগুলো পরিবাহীর মধ্য দিয়ে অনবরত নির্দিষ্ট দিকে সঞ্চালিত হয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি করে তাকে চল বিদ্যুৎ বলে। দৈনন্দিন জীবনে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি সেটি হচ্ছে চল বিদ্যুৎ। এ চল বিদ্যুৎই পাখা ঘোরায়, বাতি জ্বালায়, কলকারখানা চালায় এবং নানাবিধ কাজ সম্পন্ন করে থাকে। চল বিদ্যুৎকে দু'ভাগে ভাগ করা যায়। যথা- একমুখী প্রবাহ ও পরিবর্তী প্রবাহ।
একমুখী প্রবাহ : যখন সময়ের সাথে প্রবাহমাত্রার দিকের কোনো পরিবর্তন হয় না তখন সে প্রবাহকে একমুখী প্রবাহ বলে। সাধারণত ডিসি ডায়নামো দ্বারা একমুখী প্রবাহ উৎপন্ন করা হয়।
পরিবর্তী প্রবাহ : যে তড়িৎ প্রবাহের সময়ের সাথে দিকের পরিবর্তন হয় তাকে পরিবর্তী প্রবাহ বলে। সাধারণত কোনো পরিবাহীর দুপ্রান্তেইলেকট্রনের চার্জের বৈষম্য দেখা দিলে একটি চাপ বা বলের উদ্ভব হয়। একে তড়িৎচালক বল বলে। এ তড়িৎচালক বলের কারণে তড়িৎ প্রবাহিত হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions