সৌরশক্তি কাকে বলে / সৌরশক্তি কি
সৌরশক্তি
সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হয় সৌরশক্তি। সূর্য সকল শক্তির উৎস। পৃথিবীতে যত শক্তি আছে তার সবই কোনো না কোনোভাবে সূর্য থেকেই আসা বা সূর্য কিরণ ব্যবহৃত হয়েই তৈরি হয়েছে। আধুনিক সভ্যতার ধারক জীবাষ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস) বহুদিনের সঞ্চিত সৌরশক্তি। বায়ু থেকে যে শক্তি পাওয়া যায় তাও সূর্য থেকেই আসা। খাদ্য ও বায়োগ্যাস আমাদের শক্তির দুটো উৎস। পানিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে তাও আসলে সূর্য থেকেই আসা।
সৌরশক্তি সমুদ্র বা নদ-নদীর পানিকে বাষ্পীভূত করে মেঘ তৈরি করছে তা বৃষ্টি হয়ে ভূ-পৃষ্ঠে নেমে এসে নদীর রূপ নিয়ে সমুদ্রে মিলিত হচ্ছে। নদ-নদীর এ স্রোত থেকে উৎপন্ন করা হচ্ছে জলবিদ্যুৎ। বস্তু জগতের সকল প্রাণী সূর্য কিরণকে সরাসরি ব্যবহার করছে। বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করে মানুষ এ সৌরশক্তি ব্যবহার করছে। লেন্সের সাহায্যে সূর্যরশিমকে ফোকাস করে আগুন জ্বালানো, সূর্য কিরণকে ধাতব চাকতির সাহায্যে প্রতিফলিত করে তৈরি হয়েছে সৌরচুল্লী। আজকাল বিভিন্ন প্রকার যানবাহন এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে ব্যবহার করা হচ্ছে সৌরশক্তি। অদূর ভবিষ্যতে হয়ত আকাশযান চলবে এ শক্তিতে। সৌরকোষ থেকে সরাসরি তড়িৎ উৎপন্ন করা হচ্ছে। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানায় সৌরবিদ্যুতের সাহায্যে একটি টেলিফোন অফিস চালানো হচ্ছে। সূর্য থেকে যে পরিমাণ শক্তি তার আশে-পাশে ছড়িয়ে পড়ে তার ২০০ মিলিয়ন বা ২০ কোটি ভাগের একভাগ মাত্র পৃথিবীতে পৌঁছায়। তড়িৎশক্তির সাথে তুলনা করলে পৃথিবীতে আসা শক্তির পরিমাণ (১৮×০৩) ওয়াট। পৃথিবীর প্রতি বর্গমিটার আয়তনে যে পরিমাণ সৌরশক্তি নিয়ত পতিত হয় তার পরিমাণ ১.৩৬ কিলোওয়াট তড়িতের সমান।
আমাদের দেশের সূর্যের শক্তির সবটুকু ব্যবহারের ব্যবস্থা নেই। আমেরিকা, জাপান প্রভৃতি দেশ সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার করে থাকে। পৃথিবীতে আগত মোট সৌরশক্তির ব্যবহার করা হয় না। ৩২ মিনিটে যে পরিমাণ সৌরশক্তি পতিত হয় তার সবটুকু যদি ব্যবহার করা যেত তাহলে তা দিয়ে যে কোনো দেশের শক্তি চাহিদা মেটানো যেত। সৌরশক্তি ব্যবহারে পরিবেশের কোনো দুষণ হয়না এবং বিপদের সম্ভাবনা কম। প্রকৃতপক্ষে সূর্যের শক্তির উৎস পারমাণবিক শক্তি, কারণ সূর্যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। এ শক্তি পৃথিবীতে বিকিরিত হয়। সৌরশক্তির সকল উৎস ফিউশন বিক্রিয়া।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions