ভোল্ট কি
দুটি চার্জিত পরিবাহীকে একটি পরিবাহী তার দিয়ে যুক্ত করলে চার্জের আদান-প্রদান ঘটে। এ আদান-প্রদান বস্তু দুটির চার্জের পরিমাণের উপর নির্ভর করে না। যে রাশির উপর নির্ভর করে তাকে বৈদ্যুতিক বিভব বা বৈদ্যুতিক চাপ বলে। এ বৈদ্যুতিক চাপ বা বিভবের ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট। বিদ্যুৎ চাপ বা বিভব উৎপন্ন করা হয় বিদ্যুৎ কোষ দ্বারা। বিদ্যুৎ কোষের আবিষ্কারক ভোল্টার নামানুসারে বৈদ্যুতিক চাপ পরিমাপের একককে ভোল্ট বলা হয়। ড্রাই-সেলের বিদ্যুৎ উৎপাদক যে কোনো দু'বিন্দুর মধ্যে বিদ্যুৎ চাপের পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা হয়।
এক কুলম্ব ধনাত্মক চার্জকে অসীম দূরতব হতে বৈদ্যুতিক ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি এক জুল কাজ সম্পন্ন হয় তবে উক্ত বিন্দুর বিভবকে ১ ভোল্ট বলে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions